আমার লিখাই হারিয়ে যায় তোমার মান
আমি লিখবো না তোমাকে নিয়ে আর কোন গান
বাঁধবো না আর কোন নতুন সুর।


শব্দের সাথে শব্দ জোড়িয়ে -- কাগজের পাতা ভরিয়ে
দিবো না আর কখনো বাঁধনহারা শব্দ ছড়িয়ে --
হাজারো গোধুলী বেলা যাবে গড়িয়ে।


পিয়ানোয় আর সুর তুলবো না টুংটাং-টুংটাং ---
ভেঙে ফেলেছি একতারা-র ডাং ---
গীটারে নেই আর ধার, ছিঁড়ে ফেলেছি ছয় তার।


তোমাকে নিয়ে লিখবো না আর গদ্য কিংবা পদ্য
থাকো তুমি দুর্গেশ গিরির হৃদয়ে আবদ্ধ --
ফোটাও তাঁর ভূমধ্যসাগরে নির্মল পদ্ম।


শব্দেরা ঝরে যাক,মরে যাক, খেয়ে নিক উইপোকা
বোকা পেয়ে শুধু দিয়ে গেলে ধোকা --
কবিতা লিখবো না, শূলে চড়িয়ে দিয়েছি শুকা।


মান থাক তোমার অটুট, শির থাকুক উঁচু ---
শব্দেরা আর হাঁটবে না কভু তোমার পিছু --
কবিতার লাগি জাত গিয়ে আর মাথা হবেনা নীচু।


আকাশ জুড়ে উড়ুক স্বপ্ন, ফোটুক নানান ফুল --
নিখুঁতভাবে ধরিয়ে দিলে আমার অসীম ভুল --
কোথা হতে শুনতে পেলাম হারিয়েছো দুল।


তোমাকে নিয়ে আর কখনো কোন কবিতা লিখবো না
শব্দাঘাত করবোনা তোমার মোলায়েম হৃদয়ে ---
হাসোজ্জল মুখ যায়না যেনো হারিয়ে বিষাদের ঘুটঘুটে কালো আঁধারে।