এতো অনিয়ম দ্যাখে
মাঝেমধ্যে নিজেকে ঈগল বানিয়ে নিতে ইচ্ছে হয়।
সত্তর বছরের আয়ুকাল দাপিয়ে বেড়ান চল্লিশ
তীক্ষ্ণ দৃষ্টি সর্বদা শিকারীর শিকারের উপর।
ঈগল হলে আমিও পারতাম রক্তাভ চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে নিরীক্ষণ করতে
ছোঁবল দিতে অনিয়মের আখড়া গুলোতে।
এক একটা জানোয়ার'কে নখে আটকিয়ে উড়িয়ে নিয়ে যেতাম শূন্যে
শূন্য থেকে ছেড়ে দিতাম লোকালয় থেকে বহুদূরে কোন এক অরণ্যে কিংবা মরুভূমিতে।
ক্ষুধা, যন্ত্রণা, তৃষ্ণা, মৃত্যু কাকে ব'লে অনুভব করতে পারতো প্রতিটি সেকেন্ডে
আর্তনাদ করতো মুক্তির, রুটি কিংবা পানির।
চল্লিশ হলে পার দ্যাখতে পায় সবকিছু আঁধার
ঠোঁট আর পায়ের নখ যায় বেঁকে, পালক হয় ভারী।
ধরতে পারে না শিকার, ছুঁতে পারে না মেঘ
'বীরের মতো বাঁচতে না পারলে করে দেবো জীবন শেষ'
এমন ভাবনা এলে মনে, বসেন গিয়ে পাহাড়ের চূড়া
বাঁচার মতো বাঁচতে চায়, ছুঁতে চায় নির্মল আকাশ।
পাথরে আছড়ে ভাঙ্গে লম্বা ঠোঁট, পায়ের নখ
তীব্র ব্যাথা নীরবে হজম করে বীরত্ব ফিরে পেতে।
অপেক্ষা প্রহর গুনতে গুনতে পার করে দেয় ছ'মাস
বেড়িয়ে আসে লাঙলের ফলার মতো নতুন ঠোঁট আর নখ।
তারপর ছিঁড়তে থাকে ভারি জরাজীর্ণ পালক
রক্তাক্ত দেহের লোহিত রক্তে ভিজে পাহাড়ের চূড়া।
নতুন পালকে ভর দিয়ে ছুঁতে পারে মেঘের টুকরো
ছোবল দিতে পারে শিকারের গায়, ঠোঁটে কাটতে পারে শিকার।
ব্যর্থতার গ্লানি মাড়িয়ে ঈগলের মতো নিজেকে নতুন রুপে মেলে ধরো
জরাজীর্ণতার আবরণ ছিঁড়ে ফেলো, দৃষ্টি করো ঈগলের।


২১/০৫/২০২২ সৌদি আরব