মনে আছে তোমার আজকের দিনটির কথা
হাজারো দুখ এবং শতাধিক সুখ মিশ্রিত দিন
যখন ভাবি হারিয়ে যায় মোর চোখের নিন্দ্
ভূকম্পের মতো কম্পিত হয় আমার ভেতর।
গোধূলি লগ্নে পৃথিবী যখন সেজেগুজে ছিলো
আকাশ বেনারসি শাড়ী পড়ে রক্তাভায় রাঙিয়েছিলো হাত
তোমার সাঁজ গোধুলির রবির আলোয় প্রতিফলিত হয়ে যখন আমার হৃদয়ে দোল খেয়েছিলো
তাক ধিনতাধিন নেচে ছিলো মোর অন্তর।
আজকের দিনে তুমি তোমার স্বত্বাধিকার
দু পয়সার কাগজের উপর তিন টাকার কলমে লিখে দিয়েছিলে আমায়
আবার আজকের এই দিনেই তোমার উপর আমার স্বত্বাধিকারীত্ব, কর্তৃত্ব বিলুপ্ত করে
সাপের মতো নিজেকে গুটিয়ে নিয়ে জারি করে দিলে আইন,
তোমার চোখের দিকে তাকালে তোমার সৈন্যরা পিষে দিবে আমায়
হয়তো এই স্বত্বাধিকারের যোগ্য আমি ছিলাম না।
অনেকে রাজত্ব হারিয়ে আবার রাজত্ব ফিরে পাই
বনানীতে ভরে উঠে সেই ফিরে পাওয়া ধুসর রাজত্ব
আমার সেই রাজত্ব নেই যেখানে সবুজের সমারোহ গড়বো
আমার আছে কেবল পুড়ে যাওয়া বনানীর ছাঁই।
তোমার বিশাল সম্রাজ্যের সম্রাট হওয়ার মতো যোগ্যতা আমার ছিলোনা
তুমি দয়াকরে সম্রাট বানিয়েছিলে এ সম্রাজ্যের
যখন দেখলে আমি অদক্ষ, অপরিপক্ক সিদ্ধান্ত নিতে অক্ষম
আজকের এইদিনে তিন টাকার কলমে ক্ষমতাচ্যুত, অধিকারচ্যুতের ফরমান লিখে পাঠিয়েছিলে আমায়।
এখন তুমি নিজেই এক বিশাল সম্রাজ্যের সম্রাজ্ঞী
নিজেই এখন কঠিন সিদ্ধান্ত নিতে পারো
দক্ষ হাতে সামলাতে পারো বিশাল সম্রাজ্য।