স্নিগ্ধ ভোরে পত্রিকার পাতায় চোখ বুলাতেই দেখি
এরিকো নামের এক মা সূর্যোদয়ের দেশ থেকে
বাংলাদেশে চলে এলেন নিজ সন্তানদ্বয়কে দেখতে
একবার বুকে জড়িয়ে হৃদয়ের ক্ষুধা নিবারন করতে।
মা মমতাময়ী, এ যেন স্বর্গীয় ডাক
আজীবন নিজে কষ্ট ভোগ করে তীব্র যন্ত্রণা সয়ে যান
সন্তানের গায়ে কষ্টের আঁচড় লাগতে দেননি জননী
তাঁর ক্ষুধা নিবারনে নিজ কলিজা কেটে দিতে চান।
এরিকো কেন হতে পারলে না নাজমিনের মতো
সব ভুলে চলতে পারলে না নিজের মতো
কেন সব জলাঞ্জলি দিয়ে ছুটে এলে সূর্যোদয় থেকে
নিজেকে কেন সামিল করতে পারলে না পাষাণী জননীদের কাতারে।
এরিকো তুমিও নারী, নাজমিনও নারী
তুমিও মা, জননী, জন্মদায়িনী  
নাজমিনও মা, জননী, জন্মদায়িনী পার্থক্যটা কেবল হৃদয়ের, ভালোবাসার
তুমি মমতাময়ী আর নাজমিন মমতাহীন নারী।
এই অর্থ, প্রাচুর্য, বিত্ত তোমার কাছে মূল্যহীন মনে হয়
সব তুচ্ছ মনে হয় সন্তানের কণ্ঠে মা ডাক শোনার কাছে
তুমি সূর্যোদয় থেকে চলে এলে মুখে হাত বুলাতে
আর নাজমিন আখাউড়া থেকে কসবা আসার সময় পাইনি।