দিন কাটে মোদের রোদ_বৃষ্টি ভিজে
রাত কাটে ছারপোকার কামড়ে
জ্বালা মোদের ভীষণ জ্বালা
জীবন হয়ে যায় ঝালা_পালা।


প্রবাসীদের যাতনা_ঘরের মানুষও বুঝে না
তিলেতিলে নিঃশেষ হয়_ধূলিসাৎ হয় স্বপ্ন
অন্ধকার হয়ে আসে পথ চলা
আলো দিতে চায়না কভু ধরা।


লাখ টাকা ঋণ করে এসে_পনেরো হাজার টাকা আয় করে
নিজে চলে_সংসার চালিয়ে হাত হয়ে যায় খালি
ঋণের টাকা পরিশোধে চাপ দিতে থাকে দিবানিশি
সব জলাঞ্জলী দিয়ে লাগামহীন ঘোড়ার মতো ছুটি।


এই ছুটে চলা আর কেউ থামাতে পারেনা
কোনকিছু দাঁড়াতে পারেনা প্রতিরুদ্ধ হয়ে
স্বপ্নগুলো পায়ে পিষে ছুটে চলি মোরা দুর্বার তারুণ্যের গতিতে
আপনজনদের মৃত্যু হলেও থামেনা মোদের এ গতি।


কতো প্রবাসী খেয়ে না খেয়ে কষ্টার্জিত পয়সা
গচ্ছিত রাখেন হৃদয়ের রাণী অর্ধাঙ্গিনীর একাউন্টে
জমানো পয়সা একটু বেশী হয়ে গেলে
আর ভালো লাগে না পুরনো স্বামীকে।


ব্যস্থ হয়ে ওঠেন নতুনের সন্ধানে
পরকীয়ায় মত্ত থাকেন দিনে কিংবা রাতে
মনে মন মিলে গেলে_স্বামী সন্তান ফেলে রেখে
চলে যান আনন্দ উল্লাসে_নিভৃত_নির্জন প্রান্তরে।


তোরা পাপী_জাহান্নামী _নর্দমার কীট
যারা অন্যের কষ্টার্জিত পয়সায় আমোদ_প্রমোদ করে
ভাসিয়ে দিতে চায় প্রবাসীর জীবনের ভেলা
ভেবেছো এটাই বুঝি তোমাদের জীবনের শেষ খেলা।


পিতা_মাতা_ভাই-বোন_ছেলে_মেয়ের আবদার পূরনে
কাজ করে প্রবাসীরা বাথরুম পরিষ্কারের
লজ্জা করে না কাজ করতে-ও রাখালের
দশজনের স্বপ্ন পূরনে নিজের স্বপ্ন হত্যা করা-কে পাপ বলে কোন জনে?


সারাদিনের কাজের ফাঁকে_দুপুরে ঘন্টা খানেক সময় মিলে বিশ্রামের
কোনরকমে খেয়ে_ইট_কাঠ_পাথর যা পাই সম্মুখে
টেনে এনে মাথার নীচে রেখে
ক্লান্ত দেহ খানিকটা এলিয়ে দেয় ধুলোবালির উপরে।