যার সৃষ্টি নাহলে সৃষ্টি হতোনা ধরা
মরতে পারি বারবার, শুধু একবার নই বহুবার।
তাহার অপমান শোধে ধরতে পারি তরবারি
ধূলিসাৎ করতে পারি যত্তসব দুইনম্বরি কারবারি।


রাসুল মোদের কলিজা, হৃৎপিণ্ডের স্পন্দন
রাসুলের জন্য দিতে পারি নির্দ্বিধায় এই জীবন।
কালো পানি পিকে নেশার ঘোরে বলো যা ইচ্ছে তা
রাসুলকে নিয়ে কটুক্তি হলে কেটে দেবো কটুক্তিকারীর পা।


সারা জাহানের অন্ধকার দূরীভূত করে -
আলোকবর্তিকা জ্বেলেছিলেন যিনি -
তিনি হলেন জগদীশ্বরের পরম বন্ধু -
প্রিয় নবী, নূর নবী হযরত মুহাম্মদ।


মুসলিম উম্মাহর কলিজার টুকরো
আঘাত করো যদি কলিজায় কাফের বেঈমান
থাকবে না বসে একটিও মুসলিম
যাদের হৃদয়ে কড়া নাড়ে, ধ্বনি দেয় ঈমানী তাকবির।


০৭/০৬/২০২২ সৌদি আরব