আমি জানি তুমি ফিরবে না
কারন কেউ চায়না জান্নাত ছেড়ে জাহান্নামে যেতে
সুখের বসতি ছেড়ে শোকের বসতিতে বসবাস করতে
শীতল ছায়া ছেড়ে রৌদ্রের তাপে পুড়তে।


যখন তুমি আমার ছিলে, আমার বুকের উপর শুয়ে ঘুমাতে
তখন তুমি জাহান্নামে ছিলে
তোমাকে সারাদিন, সারাক্ষণ নানান কথা শুনতে হতো,
যন্ত্রণার আগুনে পুড়তে হতো।


এখন তো আর তেমনটা হয়না যেমনটা আমার সংসারে হয়েছিল
এখন তো আর চোখের জল ফেলতে হয়না
বালিশ ভিজাতে হয়না, অন্যের বুকও ভিজাতে হয়না
এখন তো তোমার চারদিকে সুখ আর সুখ
আর যারা তোমার এই সুখ অবলোকন করেছিল
তারা আমায় জানিয়েছিল তোমার জান্নাতে থাকার সুসংবাদ।


এই জাহান্নামের আগুনে পুড়েও আমি সুখের হাসি হেসে যাব,
শুধু তোমায় ভালবেসে যাব
তোমার জান্নাত থেকে ভেসে আসা ভেজা চুলের ঘ্রাণ
আমি দূর থেকে অনুভব করবো।