সমাজে নগ্নতা, যৌনতা, পরকীয়া বাড়ছে
বাড়ুক না, তাতে আমার কি ---
আমি তো বেশ আছি, বেশ আছে আমার পরিবার পরিজন।
বছরে কয়েকবার করুক গর্ভপাত ---
চোখ মেলে দ্যাখুক ধুসর প্রভাত --
ধানক্ষেত, পাটক্ষেত, নদীর ধারে মিলুক নবজাত।
স্বৈরশাসক দেশ চালাচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
তাতে আমার কিচ্ছু যায় আসেনা ---
কামিয়েছি বেশ --
রাজার হালে থাকি যদি তবুও হবেনা শেষ।
চলছি আমি মুক্তভাবে, দেশ চলে যাক রসাতলে --
শুনতে পাইনা আর্তনাদ, দ্যাখতে পাইনা কষ্ট
এইসব ভাবনা ভেবে মাথা করতে চাইনা নষ্ট।
পৃথিবীতে আসুক মোখা, মরে যাক ভুখা --
তপ্ত রোদে ফসলি জমি ফেটে হোক চৌচির ;
নেমে আসুক খরা, বদলে যাক ধরা --
নির্লিপ্ত চোখে ফ্যাল-ফ্যাল করে তাকিয়ে থাকুক গরীব।
ধর্ষিতার লোহিত রক্তে ভিজে থাক রাজপথ --
গাঁয়ের আঁকাবাকা মেঠোপথ কিংবা স্কুলের বারান্দা
কাঠগড়ায় দাঁড়িয়ে কেঁদেকঁকিয়ে ভাসাক বুক
রাষ্ট্রের মেরুদণ্ড আঁকড়ে ধরুক পুরনো সেই অসুখ
তাতে আমার কিচ্ছু যায় আসেনা।
নিরপরাধীরা সবাই ঝুলুক ফাঁসিতে --
অপরাধীরা সব পাক বেকসুর খালাস --
পদ্মা,মেঘনা,যমুনার বুকে ভাসুক রক্ত আর লাশ --
তাতে আমার কি -
ইমারত কিংবা পাঁকা রাস্তায় রডের বদলে যদি দেয় বাঁশ।
আমি ভালো আছি --
ভালো খাচ্ছি, ভালো যাচ্ছে দিন --
হাতে একদম সময় নেই, দ্যাখার মতো অন্যের দুর্দিন।
পতিতাপল্লিতে রাত কাটাক পুরোহিত, মসজিদের ইমাম
রূপালী আলোয় আলোকিত হোক তাদের শয্যালয়
সমস্ত জায়গা ছড়িয়ে পড়ুক ধর্মের নামে অধর্ম।
প্রতিটি সংসারে সুর উঠুক ভাঙনের --
প্রস্তুতি নিক প্রিয়তমা প্রস্থানের --
বিশ্বজুড়ে উৎপাত বাড়ুক মাস্তানের।
দ্বিগুণ হোক মজলুমের উপর জুলুমকারীর জুলুম
বাতাসে ভেসে বেড়াক তাদের কণ্ঠ শুকানো চেঁচান
কর্ণে গুঁজে দিয়েছি শিমুল তুলো, মুখে মুলো --
আগুন না জ্বলুক, বন্ধ থাকুক বিশ্ববাসীর চুলো।
সমাজ চালায় জ্ঞানহীন মূর্খ, চালাক --
তাতে আমার কি --
পয়সা আছে ব্যাংক ভর্তি --
দিন যাচ্ছে করে আমোদ-ফুর্তি --
পৃথিবীর অধিকাংশ মানুষ আমার মতোই মুর্তি।
সব অন্যায় করছে হজম নীরবে --
প্রতিবাদী হ'য়ে প্রতিবাদ করছেনা কেউ --
পোষ্য বেড়াল, চেয়ার যাবে যদি করে ম্যাও --
ভাঙছে সত্যবাদীর অলিন্দ মিথ্যের ক্ষুরধার ঢেউ।
দুর্নীতি মহামারী, করছে না-তো আহামরি --
উচ্চদামে কিনেছে কেবল বালিশ,পর্দা,চার্জার --
হিম্মত নেই তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবার।
আনন্দ হিল্লোল আমার বুকে --
মুক্ত বিহঙ্গের মতো উড়ি-ঘুরি সুখে --
জুতা মারবো তোর মুখে --
তেল মর্দনের বিরুদ্ধে আসিস যদি ঝুঁকে।
রাষ্ট্রীয় নেতার শয্যাসঙ্গী হোক বারবিলাসিনী বারাঙ্গনা
সুখের উল্লাসে সাহারা হোক কঙ্গনা --
তাতে আমার কিচ্ছু যায় আসেনা।