যারা নিয়ে এসেছিলেন সত্যের বাণী
মৃত্যু দিয়েছেন তাদেরও হাতছানি
থাকতে পারেনি জগৎ সংসারে
রুখতে পারেনি কেউ তাদের।


মরীচিকার মোহে হয়ে আকৃষ্ট
ভুলে গিয়েছি মোরা চিরন্তন সত্য
ছাড়তে হবে ধরা
কেউ হবেনা আপন মুহাম্মদ ছাড়া।


আদম ছিলেন প্রথম মানব
ছিলেন জান্নাতে সুখে
শয়তানের ধোঁকায় পড়ে
এসে ছিলেন ভবে।


কাটিয়ে ছিলেন হাজার বছর
রেগে ছিলেন প্রভু
মুহাম্মদ এর নামে চেয়েছিলেন ক্ষমা
রব মুছে দিলেন সব গুনাহ।


স্রষ্টার নামের সাথে সম্পৃক্ত যার নাম
ত্রিভুবনের প্রিয় রাসূল মুহাম্মদ (সঃ)
বেঁচে থেকে তেষট্টি বছর
প্রচার করেছিলেন সত্যের ফরমান।


আরবের পশুপাখি
স্রষ্টার গান গায় দিবারাত্রি
মুহাম্মদ এর নাম নিলে মুখে
আনন্দে নেচে উঠে অন্তর তৃপ্ত সুখে।


থাকব না বেশি দিন
চলে যাবো একদিন
যাবার পরে করবে সবাই হেয়
চলো বেঁচে থাকতে জোগাড় করি পাথেয়।


মৃত্যু ঘুরে মোদের পিছে পিছে
দেখি না মোরা দুই চক্ষু খোলে
বাঁচতে পারবো না কভু মৃত্যু থেকে
চলো প্রস্তুতি নিই মোরা মৃত্যুকে আলিঙ্গনে।