কেউ কি আছো আমার চারপাশে
আমাকে এক পেয়ালা বিষ দিবে
আমি সবকিছু উজাড় করে দিবো তোমায়
এই একটি কলম আর কয়েকটি সৃষ্টি ছাড়া কিচ্ছু নাই।


সব সম্পর্কের বিচ্ছেদ ঘটাতে আমি অভিপ্রায়
এই পুড়া আমি জাহান্নামেও পুড়তে চাই
সভ্য ভূমিতে আমার মতো অসভ্যের নাই ঠাঁই
আমার তরে আজ অনেকের ইজ্জত যায়যায়।


এই বিষ জনমানবহীন কোন এক উপত্যকায় পান করবো
গোধূলিলগ্নে পাখির কিচিরমিচির শব্দ
বিদায়ী রবিরশ্মি নদীর জলে সাঁতারের দৃশ্য
হাসতে হাসতে পুরো পেয়ালা এক চুমুকে শেষ করে নিবো।


নিথর দেহ পড়ে থাকবে উপত্যকার চূড়ায়
ক্ষুধার্ত শকুনিরা ঠুকরে ঠুকরে খাবে দেহের মাংস
ধূসর নেকড়ে বুক চিঁড়ে খোলে নিবে কলিজা
হাফ ছেড়ে বেঁচে যাবে তারা, জীবিত রাখিনি যাদের ইজ্জতের ছিটেফোঁটা।


করোনা এতো ভালো মানুষের জান কেঁড়ে নিলো
অনেকের বাঁচার সাধ ছিলো হাজার বছর
আমার তো বাঁচার সাধ ছিলোনা, প্রত্যাহ আহবান করি মৃত্যুকে
একজন ভালো মানুষকে ছেড়ে আমাকে নিয়ে যাও  পরপারে।


কেউ কি দেবে আমাকে এক পেয়ালা বিষ?
আনন্দ চিত্তে পান করে নিবো,
নিবিয়ে দিবো জীবনের নিবুনিবু বাতি
আমি ধূসর হয়ে যাবো, জঞ্জাল মুক্ত করে পৃথিবী।


আচ্ছা কেউ কি আছো সীমার কিংবা চেঙ্গিসের মতো সাহসী ও নির্দয়?
আমার চিত্তে বসে মরীচিকা ধরা ছুড়ি দিয়ে বুক চিঁড়ে কলিজা ছিঁড়ে ফ্রাই করে ভোজন বানাবে
কেউ কি আছো নিজের জেদ নিবারনে আমার বুকে কয়েকশো ছুরিকাঘাত করবে?


আমি চলে গেলে আত্মঘাতী বিস্ফোরণ থেকে বেঁচে যাবে একটি পরিবার
নুয়ে যাওয়া শির হিমালয়ের মতো দাড় করাতে পারবে
প্রতিটি মানুষের মুখে সতেজতার হাসি ফুটে উঠবে
হৃদয়ে ফিরে আসবে প্রফুল্লতা।


আমি যা কুড়িয়ে ছিলাম সব দিয়ে দেবো
শুধু এক পেয়ালা বিষ চাই, শুধু এক পেয়ালা বিষ
দশ বছর পূর্বের সেই নিথর চাহনি, মায়াবী মুখ
আর ফেরাতে পারবে না ঘরে, আর ফেরাতে পারবে না।


অনেক রক্ত ঝরিয়েছেন, ঝরিয়েছেন অনেক ঘাম
আমি দিতে পারিনি ঘাম ঝরানো রক্তের দাম
আমাকে কোত্থাও খোঁজে পাবেন না মাটিচাপা দিয়ে স্মৃতিচারণ করতে
কোন উপত্যকায় হাড় কঙ্কাল গুলো পড়ে থাকবে।


একদিন হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাবো
পায়ের ছাপগুলো ধুলোবালিতে চাপাপড়ে ধুসর হয়ে যাবে
ফিরে আসার অপেক্ষায় বেলকনিতে দাঁড়িয়ে থাকবে না কেউ
সন্ধ্যা পেরিয়ে রাত নেমে আসবে, সবাই আচ্ছন্ন হ'য়ে যাবে বিভোর ঘুমে।


জনমানবহীন উপত্যকা,
আতর গোলাপজল ছিটাতে মিলবে না কারো দ্যাখা
নিজেই ছিটিয়ে ভিজিয়ে নেবো সাদা ধুতি
লুটিয়ে পড়ে খামচে ধরবো সবুজ ভূমি।


এক পেয়ালা বিষ দাও
আমি মুক্তি দিতে চাই কতিপয় মানুষকে
আমি মুক্তি নিতে চাই এই অভিশপ্ত যন্ত্রণাময়ী জীবন থেকে
দাও এক পেয়ালা বিষ।


সৌদি আরব
১১ মার্চ ২০২২ ইং।