হে পরোয়ার দিগার
মোরা গাফেল পেতে তোমার দিদার
সহজ সরল পথ দেখাতে
ধরাধামে অগণিত নবী রাসূল পাঠিয়েছিলে।


মোরা শুনিনি, কর্ণপাত করিনি
উড়িয়ে দিয়েছি বলে পাগলের বাণী
রক্তাক্ত করে, ভেঙ্গেছি দন্ত
বাঁচতে চেয়েছি করে দম্ভ।


সমাদর করতে পারিনি তোমার অতিথিকে
খোলামেলা ভাবে আহার করেছি
পান করেছি পানীয়
শবে কদরের রজনীতে তোমার দরবারে হয়েছি নমনীয়।


মাফি মাঙ্গতে পারিনি
শিখিনি কিভাবে মাঙ্গতে হয়
আজ হচ্ছে মোর ভীষণ ভয়
কি করে করবো তোমায় জয়।


এই মহিমান্বিত রাতে
মানবের নাজাতে নাযিল হয়েছে আল কোরআন
তুমি মহান, তুমি সু-মহান, তুমিই অধিপতি
মোর দ্বারা যেন নাহি হয় কোন সৃষ্টির ক্ষতি।


হাজার রজনী হতে উত্তম এ রজনী
সৃষ্টির তকদীরে পরিবর্তন আনে
শবে কদরের এ রজনীতে
করোনা নির্মুলের লিখা যেন থাকে।


মহিমান্বিত রজনীতে
খালি হাতে কেহ নাহি ফিরে
প্রভুর দরবারে মাথা ঠুকে
করোনার বিদায় চাইবো, চোখের জল ছেড়ে।