ঘরে ফিরে পড়লাম বিপাকে
নেট পাইনা ঘরের ভিতরে
থ্রি জি-ফোর জি পাবার আশায়
উঠতে হয় তালগাছের ডগায়।
চালাতে পারিনা ফেইসবুক
দেখতে পারিনা ইউটিউব
টিকটক ঘূর্ণিপাকের মতো ঘুরে
ইমুর নেট হিমুর বাসরে।
খালি কলসি বাজিয়ে বেড়ায়
পুরো দেশ ডিজিটালের আওতায়
আর কতোকাল চালাবে ভাওতায়
জাদুবিদ্যার ভেলকিবাজি হলে শেষ
পেছনে তাকিয়ে দেখবে সব নিঃশেষ।
কাকে মেরে কে খাবে, কার ধন কে করবে দখল
প্রতিযোগিতায় নেমেছে মানুষ,
মানুষ "ষ" হারিয়ে হয়েছে মানু
মানু ভরপুর পৃথিবী কানায় কানায়।
নেট পাবার আশে,
বুক বেয়ে যখন উঠি তালগাছে
বুকের চামড়া যায় ছিঁড়ে
তা দ্যাখে কিছু লোক আবোল তাবোল বকে।
কনকনে শীতে, ধরে আমায় ভূতে
রাত জেগে নেট খোঁজি
এই মোবাইল ছাড়া নেইকো কিছু পুঁজি।
বিলের ধারে পেতেছি মাচা
নেট করে যাওয়া আসা
নেট যে হলো সোনার হরিণ
হরিণ ছাড়া আধুনিকতা কল্পনা হীন।