রাগ করে ছাড়লে ঘর
কে করবে আমায় আদর
হয়ে গিয়ে দস্যু ছেলে
ঘুরবো আমি বনে-বাদাড়ে।


কখনো যদি ভেঙে পড়ি
গড়বে আমায় কে
তোমার মতো সোনা বউ
মিলবে কি আর ভবে।


সারা দিনের ক্লান্ত মাথা
যখন করবে তীব্র ব্যথা
নরম তুলতুলে হাতে
তীব্র ব্যথায় কে দিবে যাঁতা।


সোনা বউয়ের সোনার মুখ
হয়ে আছে আঁধার
তুমি ছাড়া আমার তরে
কে আছে গো কাঁদার।


রাত-বিরাতে ফিরলে ঘরে
দরজা খুলবে কে
খাবার টেবিল সাজিয়ে রেখে
প্রতীক্ষায় রবে কে।


তোমার ভাই মস্ত অফিসার
চাকরি করেন পুলিশে
এভাবে রাগ করে চলে গেলে
ডুকাবে আমায় চৌদ্দ শিকে।


সোনার দোল, সোনার নোলক
চায়না আমার সোনা বউ
পেলে ক্ষানিকটা ভালোবাসা
ছেড়ে দিবে বাপের বাড়ি যাবার আশা।


রাগ করে মুখ করলে ভার
আমার ভুবনেশ্বর হয় আঁধার
দেখে হাসি মাখা মুখ
চিত্ত খুঁজে নেয় সুখ।


সোনা বউয়ে দিলে আড়ি
মম জীবন হয়ে যায় মহামারী
শান্তি পাইনা কোথাও গিয়ে
শান্তি যে মোর বউয়ের বুকে।


আত্মাহীন দেহ, নেয় কি ঘরে কেহ
তুমি ছাড়া আমি, এ মন আর হবেনা ঘরমুখী
হতে চাও যদি চিরসুখী, হলেম নাহয় আমি দুখী
যেথায় চাও, সেথায় যাও।