কষ্টের পর আসে সুখ
সেই আশাতে বেঁধেছি বুক।
পুড়তে পুড়তে হয়েছি কয়লা
দেহ থেকে ঝরে এখন কেবলই ময়লা।
চারিদিকে সুনশান, হৃদয়ে টানটান
কবে পাবো সুখের ছোঁয়া, সুখ বোধহয় ভূয়া।
উর্ধ্বাকাশে তাকিয়ে বলি,খেলো ক্যানো দুখের হোলি
সুখ কি কেবল মুখের বুলি, সুখ মাঙ্গি দু'হাত তুলি।
দয়া করো,দয়া করো হে রহমানির রহিম --
দৈবশক্তিতে শেখাও আমায় তোমার তাজিম।
ছুটবো না আর সুখের পিছু,সুখ যে হরিণ সোনার
মোর পান্তাভাতে নুন-ই ভালো, নিষ্প্রয়োজন কলিজা ভুনার।
পড়ন্ত বিকেলে দ্যাখে সাগরের জলোচ্ছ্বাস --
হৃদয় জমিনে ছেড়ে দেবো সুখের কাল্পনিক পাতিহাঁস।
শক্তি দাও মনে অফুরন্ত, মনোবল করো বৃদ্ধি --
ইহকাল-পরকাল যেনো হতে পারি ঋদ্ধি।
মাঝেমাঝে চালাও শুদ্ধাভিজান হতে শুদ্ধি --
বাড়িয়ে দিও অলস মস্তিষ্কে নির্মল, স্বচ্ছ বুদ্ধি।
ক্ষণিকের দুনিয়ায় নাইবা দিলে সুখ --
নাইবা মিটালে ভুখ
নেই কোন অভিযোগ, নেই কোন ক্ষোভ
এই দুখটাই মেনে নেবো আজন্মের সুখ।
ক্ষুদ্র জ্ঞানে বুঝা দুষ্কর তোমার ভাঙ্গাগড়ার খেলা
চারিদিকে বসিয়েছো পাগলের মেলা।
জ্ঞানীকে করেছো জ্ঞানহীন মূর্খের দারস্থ --
গেরস্তকে ফকির আবার ফকিরকে বানিয়েছো গেরস্ত।
সুখ আর খুঁজিনা দিবানিশি,যেমনে রাখো তেমনেই খুশি
সুখের খোঁজে দুঃখ পোষি, সুখ যে মোর সর্বনাশী।