এই সমাজ আক্রান্ত কঠিন রোগে
যাঁরা দাওয়াই দিবে তারা-ও আক্রান্ত ক্যান্সারে
কে সারাবে কার রোগ? এ খুব কঠিন অসুখ।
চারদিকে মাদকের ছড়াছড়ি-মোরা আহামোরি
হারহামেশা গিলছে মাদক,দ্যাখে মনে হয় ধর্মযাজক
প্রতিবাদের ভাষা নেই মুখে,সমাজ আক্রান্ত কঠিন ব্যামোতে।
সমাজের বিচারক মাদক ব্যবসায়ী
মাতবর চোরা-কারবারি, উচ্চাসনে সুদখোর
কবে দ্যাখবে এই সমাজ নতুন সূর্যোদয়,নতুন ভোর
কবে খুলবে বিবেকের বন্ধ দোর, মিলবে সুরে সুর।
অনাগত প্রজন্মের তরে গড়তে পেরেছি কি সভ্য সমাজ
অনাগত প্রজন্ম আগত হ'য়ে চোখে আঙুল দিয়ে --
দ্যাখিয়ে দেয় যদি নোংরা, কলুষিত এই সমাজ
কার কাঁধে বর্তাবে এ দায়? কে নিবে তুলে কাঁধে?
জরাজীর্ণ সমাজের মেরুদণ্ডে ধরেছে ঘুণে ---
কে শুধরাবে নিজেকে কার কথা শুনে?
ভালোর চেয়ে মন্দে ভরপুর সমাজ --
পারদর্শী হালালের চেয়ে হারাম ভক্ষণে।
কঠিন ব্যামোতে আক্রান্ত সমাজ এবং সমাজপতি
তাল মিলিয়ে চলা ছাড়া নেই কোন গতি --
দাদার আমল ছিলো ভালো, বাপের আমল নড়বড়
আর আমার আমল সে-তো বজ্জাতের কারখানা।
তরুণ পিকে পানি লাল, খামচে ধরে তরুণীর গাল
দ্যাখেও দ্যাখেনা সমাজ, হারিয়েছে লাজ।
মাদক কারবারি বানিয়েছে গগনচুম্বী বাড়ি --
সভ্য সমাজের গণ্যমান্য জঘন্য ব্যক্তি --
রাজনীতিতে নাম লিখায় ব্যবহার করে অপশক্তি।


১২/১১/২০২২ইং, সৌদি আরব