এলোমেলো মাতাল হাওয়ায় উড়িয়েছি কেশ
উড়ছে দ্যাখো শাড়ীর আঁচল, লাগছে বুঝি বেশ।
পেরিয়ে তপ্ত দুপুর, পায়ে পরেছি সোনার নুপুর
হৃদয়ে ভালোবাসার বৃষ্টি ঝরে টাপুর-টুপুর।


সোনালী রোদের সোনার ঝিলিক পড়ছে জলের বুকে
কতো স্বপ্ন দ্যাখেছি,ঘর বাঁধবো,থাকবো চিরসুখে।
ডাকছে পাখি গাছের ডালে,চলছে তরী উড়া পালে
এসেছে জোয়ার মরা খালে,চুম্বন দাও প্রিয় শুকনো গালে।


ভাঙে মোর ব্যথার বান, কষ্টেরা গায় জারিগান
হৃদয়ে বুঝি আর জাগে না প্রিয় আমার প্রতি টান।
বাঁধতে যদি চাও তুমি ঝড়ে উড়ে যাওয়া ঘর
খড়কুটো দেবো আমি, করবেনা তো পর।


মাতাল হাওয়ায় দিও তুমি ফিরে আসার খবর
মহানন্দে দেবো আমি কুঁড়ে খাওয়া যাতনার কবর।