আমি আবার ফিরে এসেছি তোমাদের ভিরে
সাথে নিয়ে এসেছি এক ঝুলি মানবতা
নিয়ে যাও যার যা প্রয়োজন নিয়ে যাও
আর অবশিষ্ট গুলো বিলিয়ে দিও
পৃথিবীর অমানুষ গুলোর মাঝে।


একটি ক্ষুধার্ত শিশুর, একটি বৃদ্ধ বাবা-মায়ের  
আত্ম চিৎকার যাদের কর্ণে পৌঁছে না
এই চিৎকার যাদের হৃদয়ে কম্পনের সৃষ্টি করেনা
এই মানবতা বিলিয়ে দিও তাদের মাঝে।


রেলস্টেশনে কিংবা বস্তির পাশের রাস্তায় ঘুমিয়ে থাকা শিশু গুলোকে ক্ষুদ্র পিপীলিকা ভেবে
জুতোর ধুলো দিয়ে যায় তাদের চুখে, মুখে
এই মানবতা বিলিয়ে দিও তাদের মাঝে।