আমি প্রবাসী, আমি পুরুষ
সুদীর্ঘ পথ পাড়ি দিতে হবে আমাকে
আমার কাঁধে সংসারের যাবতীয় দায়িত্ব
আমি দায়িত্ব কাঁধে তুলে খুঁটির মতো দাঁড়িয়ে আছি
আমি ভেঙে গেলে যে মুখ থুবড়ে পড়বে সংসারের পাল ।
আমাকে অনেক দূর যেতে হবে পায়ে হেঁটে
অনেকে তাকিয়ে আছে আমার দু'হাত পানে
ক্লান্তিতায় মুখ থুবড়ে পড়লে চলবে না --
হাটঁতে হবে, পরিশ্রম করতে হবে অধিক।
আমি পুরুষ!  
কে যেনো আমাকে ফিসফিস করে বলেছিল
পুরুষদের ঘুমোতে নেই, ক্লান্তিতা নেই
ওঁরা ঘুমালে যে পৃথিবী হাজার বছর পিছিয়ে পড়বে
ওঁদের জেগে থাকতে হবে বছরের পর বছর।
সেই থেকে আমি আর কখনো ঘুমোতে পারিনি
এক করতে পারিনি দুচোখের পাতা ---
খেটে যাচ্ছি ক্লান্তিহীন, বিশ্রাম হীন ভাবে।
প্রধানমন্ত্রী সংসদে দাড়িয়ে বলেন ---
প্রবাসীরা নাকি অর্থনীতির চাকা সচল রাখার মেশিন
মেশিনের মতোই খেটে যাচ্ছি ---
কখনো ছুঁয়ে দ্যাখতে পারিনা পারিশ্রমিক
লোহিত রক্ত পানি করা টাকার----
মাস শেষে নিতে পারিনা গন্ধ, দ্যাখতে পারিনা ছুঁয়ে
মেশিনের সাহায্যে দ্যাখি পারিশ্রমিকের অঙ্ক  
হাওয়ায় হাওয়ায় ভেসে বাড়ি গিয়ে হ'য়ে যায় ভস্ম।


২১/১১/২০২২ইং, সৌদি আরব