আল্লা আমারে টাইন্যা টুইন্যা তুলছে উপরে
তোরা ঠ্যাং টাইন্যাও নামাইতে পারতিনা নীচে।
আমার এই জয় দেইক্ষ্যা তোদের হিংসা হয়
বিলাইয়ের মতো শুধু আমার আগ কাটিস
কিচ্ছু করতে পারবিনা আমারে লইয়্যা যতই ঘাটিস।
সুদ খাইয়্যা যা করেছি পাপ
মক্কা মদিনা যাইয়্যা চাইয়্যা নেবো মাফ।
গরীবি হালত করেছি দূর
এখন দেখি কত্তো সুন্দর ভোর।
শিক্ষা নাই, দীক্ষা নাই কিতা ঐছে তাতে
মোড়লেরা চায়ের টেবিলে ডাকে প্রভাতে।
জানে মসজিদের ইমাম আমি সুদখোর
দাওয়াত দিলে তো করেনি ছেঁচছেরি-দূরদূর।
একশো টাকার লোভে ঘুরাইয়্যা আনে আমারে স্বর্গ
এমন ইমাম তো এলাকার গর্ব।
আমি তো আর হাইদ্যা হাইদ্যা দিয়া আসি না টাকা
অনুনয় বিনয় কইরা নিয়া যায় ঘুরাইতে ভাগ্য চাকা।
আমিও অবহেলিত ছিলাম একদিন -
সব মাতবরেরা হেঁসেছিলো দেখে আমার দুর্দিন।
যখন ঘুরতে আরম্ভ করেছিল আমার ভাগ্য চাকা
তখন থেকেই তারা আমার লাইগা চেয়ার রাখে ফাঁকা।
টাকা দিয়া টাকা আনি, কেনো কর কানাকানি
টাকার ব্যবসায় খোদা ঘুচাইয়্যা দিছে চোখের পানি।
জমিজমা কিনেছি মাঠে
বেহেশতের লাহান একখানা ঘর বানাইছি নদীর ঘাটে।
আন্ধার রাইতে ছাঁদে বয়্যা দেখি খোদাকে
কেমন কইরা খেলে খোদা!
রাজাকে বানায় ফকির, ফকিরকে রাজা
বড়ই অদ্ভুত খোদার সাজা।
আমারে ছাড়া এখন মিটিং হয়না, আলোচনা হয়না উন্নয়নের
আমি এখন মণি জওয়ান-বৃদ্ধের নয়নের।
সমাজের বুকে আমি এখন চাঁদের ফালি
ইমামের পেছনে আমার জন্য জায়গা রাখে খালি
এমন দৃশ্য দেখে সত্যবাদীদের মুখে পড়ে কালি
চারিদিকে আমার জয়জয়কার,হাতে বাজে তালি।