সংসারে হতে পারিনি গাধা
তুলতে পারিনি পিঠে বোঝা
ধরতে পারিনি হাল,উঠাতে পারিনি পাল
আমি যেন জগত সংসারে এক অচল মাল।
সচল পয়সা যায় সিন্ধুকে
আর অচল পয়সা যায় ডাস্টবিনে
করতে পারিনি কাম, ছড়াতে পারিনি নাম
অচল পয়সার মতো নেইকো কোন দাম।
গাধার মতো যদি খাটতে পারতাম খাটুনি
সংসারে আর কেউ দিতো না'ক বকুনি
শুনতে হতোনা চিৎকার শকুনির
পরামর্শ হতো ধমনীর সাথে ধমনীর।
এক সময় লাগামহীন ঘোড়ার মতো ছুটতাম
কোন ক্ষত ছিলোনা, চাঞ্চল্যতা ছিলো দেহে
একদিন দেহের একটি পার্টস অকেজো হয়ে গেলে
চাঞ্চল্যতা হারিয়ে অচল পয়সায় পরিনত হয় জগৎ সংসারে।
হাটতে পারিনি বহুদূর, উঠতে পারিনি সিড়ি
টান পড়ে পায়ে, দূর্বলতা বোধহয় গায়ে
অচল পয়সা হয়ে আর বাঁচতে চাই না'ক ভবে
মোরে লয়ে তামাশা করে ছোট-বড় সবে।
নিঝুম রাতে ভাবি, যদি হয় পয়সাকড়ি সবি
খোঁজ নিবে আত্মার আত্মীয় স্বজন
সম্মান দিবে পাড়াপ্রতিবেশি,
জ্ঞাতিগুষ্টি মাঝেমধ্যে করাবে ভোজন।
আয় রোজগার নেই, অধিপত্য নেই সংসারে
সকলের সাথে তাল মেলাতে
পেটে ক্ষুধা রেখেই তিড়িং বিড়িং নেচে যেতে হয়
তিন নাম্বার ছাগল ছানার মতো করে।
আমি এক অচল পয়সা,কেউ রাখতে চায়নি কাছে
কখনো কাজে আসবো না তাদের বিপদে আপদে
অচল পয়সা সচল হয়না
একথা ভেবে এ বোঝা আর কেউ বয় না।