আমি খুউপ ক্লান্ত --
সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে আসতে রোদ্দুরে পুড়েছি
পুড়েছি নোনতা জলের ঝাঁজে --
আমি স্বার্থক হবো, পাড়ি দেওয়াটা যদি আসে কাজে।
আমি বৃষ্টিতে ভিজেছি --
ধুলোবালি মেখেছি --
ছিঁড়েছি পায়ের স্যান্ডল খানা --
স্বার্থক হবো যদি শিখতে পারি চারআনা।
আমি ব্যর্থতার গ্লানি মুছতে এই শহরে এসেছি --
শুনেছি এই শহরে নাকি কবিতা কছিং করানো হয়
খুউপ যত্নে নাকি কবিতা লিখা শিখানো হয় --
অভিজ্ঞ কবি সাহিত্যেকেরা নাকি খুউপ যত্নে শেখান।
আমি কবি হতে চাই --
কবি হবার স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছি --
সুদীর্ঘ পথ পায়ে হেঁটে এসেছি এই শহরে --
বুকের অলিন্দে জাগিয়ে দাও মোরে কবিতার লহরি।
আমি কবি হবো --
অনিন্দ্য, সুন্দর, মার্জিত কবিতার কবি ---
প্রেম, বিরহ, দ্রোহের কবিতার কবি ---
আমি শুনেছি এই শহরের ল্যাম্পপোস্ট,বিদ্যুতের খুঁটিতে --
কবিতা শিখিয়ে কবি বানানোর বিজ্ঞাপন ঝুলানো হ'য়েছে
কবি হবার সুদীর্ঘতম প্রত্যাশা নিয়ে এসেছি --
তোমাদের এই শহরে।