কতকাল দেখিনি তোমায় প্রিয়তমা
খুব মনে পড়ে তোমাকে
মনে পড়ে তোমার ডালিমের মতো গাল
গোলাপের পাপড়ির মতো দু'ঠোট
আর ডাহুগিনীর মতো দু'টি চোখ।


কত আসা আর কত স্বপ্ন নিয়ে দু'হাত মেহেদীতে রাঙিয়ে
লাল বেনারসি শাড়ী পরে তুমি এসেছিলে
এই বুকে মাথা রেখে ঘুমিয়ে ছিলে
আজ তোমার দীর্ঘনিশ্বাসে ভারী পৃথিবীর আকাশ বাতাস
আজ আমরা শতসহস্র ক্রোশ দূর থেকে
মানবতার কথা বলি, নিজেকে মানবতার ফেরিওয়ালা দাবী করি।


তুমিই জানো প্রিয়তমা
কত রাত তুমি না ঘুমিয়ে কাটিয়েছো
কত রাত চোখের লোনা জলে বালিশ ভিজিয়েছো
একবারের জন্যও কাছে পাওনি
মুছে দিতে দুচোখের লোনা জল।


এই মরুর দেশে সারা দিনের ক্লান্ত দেহ যখন
বিছানার উপর রাখি তখন মনে পড়ে যায়
কোন এক জোছনার তারা ভরা রাতে
খোলা আকাশের নীচে দাড়িয়ে তোমাকে কথা দিয়েছিলাম
কখনো তোমার চোখ দিয়ে জল ঝরাবো না
দূরে যাবনা তোমার কাছ থেকে।


কতকাল দেখিনি কচি মুখগুলো
খুব কাছ থেকে শুনতে পায়নি বাবা ডাক
খুব মনে পড়ে, খুব মনে পড়ে সেই কোলাহল গুলো
রাগ অভিমান গুলো।