ভাই, একখানা কথা জানতে চাই --
বহু বছর ধরে মানুষ খুজ্জচ্ছি, মানুষ কোথা পাই?
তোমার সামনে-পিছে, ডানে-বামে হাঁটছে এতো মানুষ
সবই বুঝি দ্যাখছো তুমি রঙিন চশমায় ফানুস।
হাত-পা, কান-নাক-চোখ আছে যাদের --
ভাই, তুমি মানুষ বলছো তাঁদের।
এঁদের সাথে খেলতে-খেলতে হয়েছি আমি খেলোয়াড়
এঁরা মানুষ নই, আস্ত জানোয়ার।
এ-কি বলছো ভাই--
অনেকে তো দান করে দাতা হতে চায়।
দাতা হওয়া খুবই সহজ, নয়তো তেমন কঠিন --
হারাম টাকায় তুলে দিন মসজিদ-মন্দির।
অপরাধ করে ওঁরা থাকে ধোয়া তুলসীপাতা
মুণ্ডিত করে মাতবর নিরপরাধীর মাথা।
ঘুরেছি আমি বহুদেশ, ঘুরেছি অলিগলি-রাজপথ
অমানুষ দ্যাখে-দ্যাখে মানুষ দ্যাখার নিয়েছি শপথ।
পথের ধারে ক্ষুধার্ত শিশু, থমকে দাঁড়ায়-নি ওঁরা
ওঁদের তুমি মানুষ বলছো, যাদের বিবেক পোড়া।
গার্মেন্টস থেকে ফেরার পথে বস্তির অসহায় মেয়েটি
হাতে-পায়ে ধরে কেঁদেছে,ভাই-চাচা-মামা ডেকেছে
যাঁদের তুমি মানুষ বলছো --
তারা তাঁর স্তন তীক্ষ্ণ দাঁতে কেটেছে --
হাত-পা বেঁধে করেছে ধর্ষণ।
ওঁরা, ওঁরা-তো দুমুখো সাপ
স্বার্থের জন্য বেঁচে দেয় নিজ বাপ
ওঁরা করলে মাফ আর অন্যরা করলে পাপ
মিলেছে সবাই খাপে খাপ।
আমি সত্যাকৃষ্ট পথিক, ভাসিয়েছি আমি তরী
বুকের পাঁজর উপড়ে নেবো করতে এলে ভরাডুবি।
সত্যের তরে চলছে যে নাও, নাওয়ে আমার গাঁও
তোমরা সবাই গরীবের ধন লুটেপুটে খাও।
আমি মানি না, মানি না, মানি নাকো তোমাদের ধূর্ত সমাজ
তোমরা দ্যাখতে মানুষ হলেও --কথাবার্তায় যেনো চামার
পুরো বিশ্ব আমার সমাজ -- মানবতা আমার ধনুক
সত্য ধনুকের তীর, গগনচুম্বী আমার শির।