কতিপয় ভ্রষ্ট, সমাজটা করে দিয়েছে একদম নষ্ট
দিনাতিপাত করছি বুকে চেপে এক সমুদ্র কষ্ট।
নষ্টরা কার কূপে ঢালে জল, কি হবে এর ফল
এ ভাবনা কভু করেনা তাড়া, অবৈধ সুখে পাগলপাড়া।
বউবেটি ল’য়ে, দূর প্রবাসে থাকি ভয়ে-ভয়ে
পা যদি দেয় লম্পটদের পাতা ফাঁদে --
চরিত্রহীনার দায় বর্তায় যদি কাঁধে --
আছড়ে পড়বে ঝড় সোনার সাধে।
সাধুরা সব নিশ্চুপ, পাশকাটিয়ে চলে --
দ্যাখেও কিছু দ্যাখছেনা, প্রলেপ তাদের চোখে --
মিথ্যুকেরা সব বেঁধেছো জোট --
কাটছে সত্যবাদীদের নাক,কান,ঠোঁট।
সমাজ নষ্ট, একদম নষ্ট --
কীটপতঙ্গের ভয়ে হৃদয় হয়ে আসে আড়ষ্ট --
নিঃশ্বাসে হতাশা, উথলে উঠে ব্যর্থতার ঢেউ --
মুখ ফোটে প্রতিবাদ করছেনা কেউ --
নষ্টেরা কুকুরের মতো চারপাশে করে ঘেউঘেউ।
সমাজ নষ্ট, নষ্ট সমাজপতি - মাতবর --
সবকিছু আজ তাঁদের পদতল --
দিনদিন ভারী হচ্ছে নষ্টাদের দল;
ভ্রষ্টারা উঠছে বেড়ে তাদের ছত্রছায়ায় --
চক্ষুড়ালে উর্বর করছে অন্যের রেজিস্ট্রিকৃত জমি
বিষ ঢেলে ক্ষতিসাধন করছে ফসল।
সারাক্ষণ শঙ্কায় থাকি মরুর বুকে --
নষ্টারা যদি আসে কখনো ঝুঁকে --
স্বপ্নীল স্বপ্নগুলো মরবে ধুঁকে --
দাপিয়ে বেড়াচ্ছে নষ্টারা, নষ্ট সমাজের বুকে।
এক সময় যে সমাজ গুলো ছিলো শিক্ষালয় --
সময়ের বিবর্তনে হ'য়েছে আজ পতিতালয় --
কান্ডারী ঝাণ্ডা ধরতে হ'য়েছে প্রবাসী --
সুখের সারথি সুখ পেতে খোলে দেয় ঢাকনা।