আমি বললাম আমার সম্পত্তি লাগবে না
তুমিই আমার সম্পদ ---
তুমি বল'লে বর্তমান পৃথিবীতে ---
সম্পদের চেয়ে সম্পত্তি মহামূল্যবান।
আমি বললাম তোমাকে বুকের খাঁচায় বন্দী করে
শাহজাহানের মতো শুধু ভালোবেসে যাবো
তুমি বল'লে পাঁজরের এই বন্দীশালা ভেঙে
মুক্ত বিহঙ্গে তুমি উড়ে যাবে শূন্যে।
আমি বললাম টাকা-পয়সা ---
ধন-সম্পত্তির চেয়েও মূল্যবান ভালোবাসা --
তুমি বল'লে টাকা-পয়সা, ধন-সম্পত্তির কাছে --
পৃথিবীর সবকিছুই পরাজয় স্বীকার করে।
আমি বললাম সত্যের জন্য জীবন উৎসর্গ করতে পারি
তুমি বল'লে সত্য প্রতিনিয়ত ধর্ষণ হয় মিথ্যে দ্বারা।
আমি বললাম গরীব পাঁচশ বছর পূর্বে স্বর্গে যাবে
তুমি বল'লে স্বর্গের চিন্তা করলে ---
পৃথিবীতে কেউ সুদ,ঘুষ,দূর্ণীতি করতোনা।
আমি বললাম কষ্ট না থাকলে ----
সুখ কখনো সোনার হরিণ হতো না
তুমি বল'লে কষ্ট তোমাকে ইঁটের ভাটার ---
ইটের মতো পুড়িয়ে ভিতর বিবর্ণ করে দিয়েছে।
আমি বললাম কষ্ট ভুলে গিয়ে বর্তমান মেনে নাও
তুমি বল'লে তোমাকে ভুলে যেতে।
আমি বললাম ভালোবাসা ছাড়া ---
মানুষ বেঁচে থাকতে পারে না
তুমি নিজেকে দ্যাখিয়ে বল'লে ---
এ-ই যে আমি বেঁচে আছি।
আমি বললাম জীবনে সুখের চেয়ে দুঃখের স্থায়িত্ব বেশি
তুমি বল'লে তুমি বিশ্বাস করোনা ---
তোমার বান্ধবীরা দিব্যি সুখে আছে।