ক্যামন ছোঁয়া দিলে বাবা
ভক্ত ঘুরতে ঘুরতে দ্যাখতে যায় কাবা।
প্রথমে ভেবেছিলাম ঘুরছে লাটিম
পরে দ্যাখি মানুষ রূপি হাট্টিমাটিম-টিম।
বাবা-র হাতে কতো শক্তি, পায় বাবা কতো ভক্তি
বাবা-র পদধূলিতে মিলে ভক্তের মুক্তি।
আঙুলের ইশারায় ভক্ত চড়ে ডালে
এমন বাবা আসেনি আর কোনকালে।
ছুঁয়ে দাও বাবা, ছুঁয়ে দাও মোর গা
হঠাৎ যেন উর্ধ্বাকাশে উঠে যায় মোর পা।
বাবা-র কেরামতি দ্যাখে দুষ্টু ছেলেরা হুক্কুর হুক্কুর কাশে
আমিও বান্দরের মতো এক লাফে উঠে যাবো বাঁশে।
হিম্মত আছে কার বাবা-র সমতুল্য হতে
টক্কর দিতে এলে হবে কেল্লাফতে।
বহুকাল ধরে খুঁজছি বাবা তোমায়
আমার খুব ঘুরতে ইচ্ছে করে - একটু ছুঁয়ে দাও আমায়।
বাবা-র মুখে কতো সুন্দর মারেফাতের গান
মাঝেমধ্যে মারে বাবা হেয় হেক্কা টান।
বাবা-র আর্শীবাদ থাকলে উপর
পড়ন্ত বিকেল লাগবে তপ্ত দুপুর।
মাথায় থাকলে বাবা-র হাত - নির্ভয়ে পার হবে পুলসিরাত
হুমড়ি খেয়ে পড়ে, রাখো বাবা-র পা'খানি ধরে।
পড়তে না জানলে কি হলো সহীশূদ্ধ কোরআন
হিকমতের জ্ঞানে ভরপুর মস্তিষ্কের পরাণ।
বাবা ছুঁয়ে দিলে ভক্ত নাচে তাক ধিনা ধিন তা
তরিকতের জোশে কখন হ'য়ে যায় ন্যাংটা
ফিরে এলে হুঁশ, আলিঙ্গনে হঠায় রোষ।
বহুদিন পরে পেয়েছি খুঁজে --
লও বাবা মোর পাপ তোমার দু চক্ষু বুঁজে
শুনেছি আমি তব ভক্তের মুখে -
সবার পাপ তুমি সেইদিন নিবে তুলে নিজ কাঁধে।
ঘাটে বাঁধা তরী
কিভাবে দেবো পাড়ি
হাজারো আশেকান রয়েছি বসে
মুর্শিদ বাবা মাঝি হও, পার করো হেঁসে।
মোরা খেয়েছি লঙ্কাবাঁটা, তোমায় দিয়েছি গোস
আজকে যদি পার না করো ফেরৎ দিবে ভোজ।
সবাই ব'লে সাধু বাবা, আমি বলি ভুয়া -
শয়তানীতে ভরা সাধু বাবা-র কুয়া।


০৬/০৯/২০২২ সৌদি আরব