জীবনানন্দ যদি স্বর্গ থেকে তোমাকে দ্যাখে
এইভাবে নীরবে চলে যেতে দেবেনা - কক্ষনো না।
স্বর্গে বসে-ই তোমার রূপ,যৌবন নিয়ে লিখতে লিখতে বারবার তোমার মাঝে হারাবে।
আমিও চেয়েছি হারাতে --- বারবার চেয়েছি হারাতে
কোন এক দৈবশক্তি আঁকড়ে ধরে আমার গ্রীবা -
পায়ের ঘোরালি, পেছন থেকে জড়িয়ে ধরে কোমর।
এই রূপালী রাতে আমি ভিন্ন রূপে অন্য মানুষ হতে চেয়েছি
ভালোবাসা বিলিয়ে আপন করতে চেয়েছি।
জীবনানন্দ যদি স্বর্গ থেকে তোমাকে দ্যাখে -
আবার গেয়ে উঠবে ---
ফিরে এসো সুরঞ্জনা:
নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে।