জীবন সাগরে কষ্টের তরী ফেলেছে নোঙর
হৃদয়ে আজ-ও বাজে বিরহের ঘুঙুর।
যদি পেতাম এক ঘুমে সহস্র বছর কাটানো -
আসহাবে কাহাবের নওজোয়ানদের সেই গুহা
তাহলে এই বিরহ বেদনা থেকে মুক্তি পেতে -
একঘুমে কোটি বছর কাটিয়ে দিতাম।
মুসাফির সওদা করতে এসে নোঙর ফেলে -
এইভাবে বসতি গড়ে নিবে জানলে -
কখনো হৃদয়ের কপাট খোলে দিতাম না -
পায়ের শব্দ পেয়ে ঝিনুকের মতো কপাটে খিল দিতাম।


০৮/০৬/২০২২ সৌদি আরব