আর দিবি-নি ভোট
চেয়ে দ্যাখ চারিদিকে ক্যামনে হচ্ছে লুট
তা দ্যাখেও তোর বিবেকে যদি নাহি লাগে চোট
মানুষ নই তুই, মিথ্যেবাদী আর ঝুট।
রাজনীতিতে দ্যাখতে চাই মোরা নতুন মুখ
পয়সা নয়, ভাগাভাগি করবে মোদের দুখ
গরীবের ব্যথায় ব্যথিত হবে তাঁর বুক
জনগণের সুখ-ই হবে এই নেতার সুখ।
গরীব ছাড়া বুঝে-না গরীবের দুঃখ
এমন নেতা চাই, নিবেনা পয়সাওয়ালাদের পক্ষ
ন্যায় বিচারে হবেন দক্ষ, হবেনা কখনো রুক্ষ
মরবে না কেউ অনাহারে, থাকবেনা কেউ বুভুক্ষু।
ঘুনে ধরা রাজনীতিতে আসুক ধ্বস --
নির্লোভী, নির্ভেজাল মানুষ হোক আমজনতার বস্।
আর দেবোনা ভোট, যতই বাঁধ জোট
করতে দেবোনা আর সোনার বাংলা লুট।
শুনতে চাইনা আর মিথ্যে আশ্বাস --
ফেলতে চাই মোরা মুক্ত নিঃশ্বাস।
ভেঙে কারার ঐ লৌহকপাট, বানাবো গোপাট
ফিরিয়ে আনবো সব, যা করেছিস লোপাট।
যতই দ্যাখাস লোভ, বানাস তোরা গভীর কুপ
দেবোনা আর ডুব, গিলবো না আর টোপ।
এমন এক নেতা চাই, করবে না সে খায়-খায়
এমন নেতা কোথায় পাই,যাঁর বুকে পাবে সৃষ্টি ঠাঁই।
পশুপাখি-কীটপতঙ্গ আছে যতো বিশ্বে --
তাঁর মানবতা থাকবে সর্ব কিছুর শীর্ষে।
আস্তিক-নাস্তিক, ধার্মিক-অধার্মিক পাবে তাঁর ছায়া
সকলের হৃদয়ে জন্মাবে সৃষ্টির তরে মায়া।
মানব প্রেম বড় প্রেম, দ্যাখবে করে বড়
বলবে না সে কভু কাট-মার-ধর।
মানুষের রক্তে খেলবে না সে হোলি --
লোহিত রক্তে ভেজাবে না রংতুলি
মানবতা, মানবতা হবে তার বুলি
এসো দোয়া মাঙ্গি দু'হাত তুলি।