আমি সাধক হতে চাই তবে তন্ত্র-মন্ত্রের নই
আমি সাধক হতে চাই সত্য আর ন্যায়ের।
আমি সান্নিধ্য চাই জ্ঞানীর,সাধক হতে চাই জ্ঞানের
আমি ভগ্ন হৃদয়ে চিন্তানিমগ্ন হতে চাই।


আমি নি:সঙ্গ,নিভৃত হয়ে নির্জনতাপ্রিয় হতে চাই
আমি সাধক হতে চাই দূর করতে হৃদয়ের তৃষ্ণা।
আমি সঙ্গবিমুখ, নিঃসঙ্গচারী হয়ে নিঃসঙ্গতাপ্রিয় হতে চাই
আমি বনবাসী, তপস্বী,বৈরাগী হয়ে নির্জনবাসী সন্ন্যাসী হতে চাই।


আমি সাধক হতে চাই তবে তন্ত্র-মন্ত্রের নই
আমি সাধক হতে চাই সত্যের, জ্ঞানের।
আমি নতজানু হতে চাই বিশারদের সম্মুখে
আমি ভূয়োদর্শী হতে চাই পারদর্শীর চরণ চুমে।