তেরোটি বছর ধরে
তোমার শূন্যতা কুড়িয়ে খাচ্ছে আমার হৃদয়
বিরহের দাবানলে পুড়ে ভস্ম হওয়া ছাঁই।
তুমি ছাড়া অর্থহীন আমার সাধনা
তোমাকে নিয়ে ভাবিনি
এমন একটি মুহুর্তও নেই আমার জীবনে।
তোমার বাঁকা ঠোঁটের হাসিটি
আমাকে প্রতিদিন স্বপ্ন দ্যাখায়, আশা জাগায়।
নন্দিত কিংবা নিন্দিত যা-ই বলো
কবির মুকুট ভাগ্যে নাইবা হলো
তবুও আশার প্রদীপ জ্বালিয়ে চলছি পথ।
আমি যদি কোন সাম্রাজ্যের সম্রাট হতাম
পুরো সাম্রাজ্যটাই বিলিয়ে দিতাম
তোমার এই শুভ্র হাসিটির তরে।
একটি সুন্দর হাসি,ফিরিয়ে আনে মৃত্যুর পথযাত্রী
একগাদা সম্পত্তির চেয়েও হাজার গুণ সুশ্রী।
তোমার এই হাসিটার মুখোমুখি বসে আছি তেরোটা বছর
অভিমান ভেঙে কখনো এসে যদি বলো --
"চলো ঘরে যাই, পেতে চাই তোমার সহচর"।
তোমার হাসিটার মতোই তোমাকে আজও ভালোবাসি
মৃত্যুর সমস্ত ভয় উপেক্ষা করে --
দ্যাখতে দ্যাখতে তোমার ঐ হাসি
যেকেউ গলায় লাগাতে পারে ফাঁসি।
আমি ভয় করিনা কোন অপবাদ
জেগে উঠবে সূর্য কাটিয়ে ধুসর প্রভাত
যদি রাখো হাতে হাত,জীবন দ্যাখবে সুপ্রভাত।
এমন করে হাসিও তুমি আমার বিদায় বেলা
হাসতে তুমি করোনা যেনো কোন অবহেলা।
সাধ জাগে শুনতে শুনতে মুহাম্মদের গান
এমন একটি হাসি দ্যাখতে দ্যাখতে বিলিয়ে দিতে প্রাণ।