কচু দ্যাখলেই আমার সমস্ত দেহে চুলকানি শুরু হতো
কখনো খেতাম না চুলকানোর ভয়ে।
কিছুদিন আগে শোলা আর আজকে মুখী রেঁধে বাড়িতে ছবি পাঠালে --
আমার মেয়ে বলে "তুমি রেঁধে খেয়েছো শোল
সৌদি আরব থেকে বাড়ি এলে আমি খাওয়াবো ওল
যদি তোমার উঠে চুলকানি --
কাঁঠাল গাছের ডালে দোলনা পেতে খেয়ো তুমি দোল
দ্যাখবে তোমার মাথার উপর ঝরছে ক্যামন কদম, কেয়া, বকুল।
এখানেই নয়কো শেষ --
কচু দিয়ে রাঁধবো ডাল,বানাবো ভর্তা,বার্গার,ফ্রাই
কচু ছাড়া অন্যকিছু পাবেনা ঘরে ঠাঁই।
শুনেছি আমি দাদীর মুখে ---
দাদার হাতে যখন ছিলো সংসারের ভার
কচু দ্যাখলে তোমার চেহারা হতো আঁধার
এখন তুমি মুখীর ডালে কাটতে পারো সাঁতার।
খুউপ ভালোবাসি আমার মিষ্টি মেয়েটাকে --
জান্নাত পেয়েছি আমি তাঁকে পেয়ে
দেয়না যেনো প্রভু কখনো বালা মুসিবত
জীবনে যেনো ভরপুর থাকে স্বর্গীয় সুখ আর মহব্বত।