তোমার মা তোমাকে বুকে জড়িয়ে ঘুমাতে চায়
ভালোমন্দের খেয়াল রাখতে চায় তোমার।
তোমাকে নাকি খুব যত্নে রাখবে
কষ্টের আঁচড় লাগতে দেবে না তোমার গায়।
তোমার মা এতোটাই যত্নে রাখবে তোমাকে
নিমিষেই ভুলে যাবে আমাকে।
মায়ের ভালোবাসা অনন্য, যার হয়না কোন তুলনা
মায়ের ভালোবাসায় ভুলে যাবে সকল যাতনা।
আমি খারাপ বাবা শাসন করি তোমায়
পড়তে না বসলে ধমক দিয়ে নানান কথা শুনাই।
তুমি এক নতুন বাবা পাবে, খুব ভালোবাসবে তোমায়
খারাপ বাবার কথা আসবে না কভু তোমার চিন্তা ভাবনায়।
সে অনেক ভালো তোমার বাবার মতো সিগারেট কিংবা ছাইপাঁশ খায়না
সব পুরণ করবে যা ধরবে তুমি বায়না।
ছোটছোট মাথার চুল, কামিয়ে রাখে দাড়ি-গোঁফ
তোমার বাবা বাউন্ডেলে, নিজের ইচ্ছে মতো চলে।
মা পাবে, বাবা পাবে, পাবে এক ছোট্ট ভাই
দিন কেটে যাবে তোমার খেলার নেশায়।
ভাই পাবে বোনের আদর, বোন পাবে ভাইয়ের
তা দ্যাখে হাসিখুশি দিন কেটে যাবে তোমার মায়ের।
আমার কথায় কষ্ট পাও, চোখে আসে জল
এমন বাবা পাবে তুমি কষ্টে দিবে বল।
নিজের স্বপ্নে ধুলো মেখে কাজ করবে তোমার তরে
এমন বাবা দ্যাখে মনটা যাবে ভরে।
গর্ব করে বলবে তুমি, বাবা তুমি অনেক দামী
জন্ম দিয়েও করতে পারেনি যা, জন্ম না দিয়েও করে দ্যাখিয়েছো তা।
তোমার বুক অনেক বড়, অনেক বড় হৃদয়
তোমার মতো মহান বাবা ঘরে ঘরে যেন হয়।
মাটির বেড়া টিনের চাল, এই তোমার বাবার ঘরের হাল
মায়ের ঘর পাক্কা দালান, ঘুমিয়ে পাবে দিব্যি আরাম।
বাবার ঘরে জানলার ফাঁকে রোদের ঝিলিকে ভাঙে ঘুম
মায়ের ঘরে পর্দা টাঙানো গায়ে লাগবে ওম।
নতুন বাবা নতুন ঘর, এ যেন এক আনন্দময় কোলাহল
স্মৃতির পাতায় থাকবে গাঁথা, মায়ের নিঃস্বার্থ ভালোবাসার কথা।
মায়ের কোলে মাথা রেখে বলবে তোমার মা'কে
মা যেন কষ্ট না দেয় তোমার বাবা'কে।
তপ্ত রোদে তৃষ্ণার্ত হৃদয়ে স্কুল থেকে ফিরলে ঘরে
তোমার নানী দাড়িয়ে থাকবে গ্লাস ভর্তি পানি হাতে।
মামা পাবে, মামী পাবে, পাবে নানা বাড়ি
ঝড়ের দিনে আম কুড়াবে, জাম কুড়াবে ভরে হাঁড়ি।
তোমার মা ঘুরাবে শহর, শিশুপার্ক, অবকাশ
গোধূলি বেলায় দেখাবে কতো সুন্দর আকাশ।
ফোসকা চটপটি খাওয়াতে নিয়ে যাবে তোমায়
এ-তো কিচ্ছু পাওয়ার পর মনে থাকবে কি আমায়?
তুমি যাবে মায়ের কাছে কষ্ট কেন পাবো
এ আনন্দে নাচবে কাকাতুয়া মুখে দিয়ে চিঁড়ার মোয়া।
যাও তুমি যাও, কখনো কষ্ট যদি পাও
ফিরে এসো এই চিত্তে, তাই দেবো দু'হাত ভরে
যা কুড়িয়ে ছিলাম, যা কুড়িয়ে ছিলাম ভবে
সব দেবো তোমার সুখের তরে।