আমি আমার মতো থাকতে, চলতে, ঘুরতে, ফিরতে চাই
আমি কারও উপর কর্তৃত্ব করতে চাইনা
চাইনা কেউ আমার উপর কর্তৃত্ব করুক
আমি আমার পথে এগিয়ে যেতে চাই।
আমি আমার মতোই, অন্য কারও মতো হতে চাইনা
নিজের আনন্দে নিজে নাচি, নিজের দুঃখে নিজে কাঁদি
আমি পানির মতো নিজের রাস্তা নিজে তৈরী করে নিবো
যদি পারি সব মাড়িয়ে এগিয়ে যাবো।
জগৎ সংসারের সাথে সব সম্পর্ক চুকিয়ে
একদিন হারিয়ে যাবো দিগন্তের পথে
কোন মায়াবী কান্না, ন্যাকামি রোদন রুখতে পারবেনা
কেউ সারাতে পারবেনা হৃদয়ের ক্ষত।
খুব ইচ্ছে সন্ন্যাসী হবার,
ধবধবে সাদা চাদর বুকেপিঠে এলোপাতাড়ি মুড়িয়ে
গহীন অরণ্যে বসে ধ্যান করার, সাধক হবার
স্রষ্টার সাথে কথোপকথনে কষ্ট কিছুটা লাঘব করার।
সংসারের মায়াজাল তন্ত্রমন্ত্রের মতো
এটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে
অনিচ্ছা সত্ত্বেও কেউ আমার কাঁধে এ বোঝা চাপিয়ে দিয়েছে
আমি মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াতে চাই সমস্ত আকাশ।
যখন আমার হৃদয় কাদামাটির ছিলো
তখন কারোর কান্না, চোখের জল সইতে পারতো না
এখন আমার হৃদয়ে বারোমাস চৈত্রের খরতাপ থাকে
কাদামাটি শুকিয়ে পাথরের মতো হয়ে গিয়েছে।
কোকিলের গান, কৃষ্ণচূড়ার রাঙা ফুল দোলা দেয়না
মন ভোলায় না রাখালিয়ার বাঁশের বাঁশির সুর
আকৃষ্ট করতে পারে না সমুদ্র সফেন
এই হৃদয়কে বহু বছর আগেই পরিয়ে দিয়েছি কফিন।