আজ ১৩ অক্টোবর ২০১৪
তুমি দ্বিতীয় বারের মতো
আমার হৃদয়ের লোহিত রক্ত দিয়ে
তুমি তোমার দু'হাতে আল্পনা এঁকেছো
আলদা দিয়েছো দু'পায়ে।


লাল বেনারসি শাড়ীতে নববধূ সেজে
দুলহান হয়ে প্রতিক্ষা করছো তার
একটু পরে যে তোমার সাথে মালা বদল করবে।
নাজমিন আজকের রাতে যদি
তোমাকে তোমার নতুন বর
বাসর ঘরে অন্ধকার রাতে
আমার মতো করে তোমার দু'ঠোটে চুমোর আঘাত দেয়,
আর তখন যদি তোমার হৃদয়ের গহীনে
আমার স্মৃতিগুলো বিচরণ করে
তাহলে তোমার সুখ সাময়িকের জন্য বিলিন হয়ে যাবে।


তোমার হৃদয়কাশে মেঘ জমে=জমে
বৃষ্টিতে রূপ নিবে, জলোচ্ছ্বাসের সৃষ্টি হবে।
নাজমিন
আমি চাইনি তুমি আমার অতীত হৃদয়ে ধারন করে
আজকের এই মূল্যবান সোহাগ রাতটি নষ্ট করো।


কারণ এই সুখের জন্য তুমি
তোমার গর্ভের সন্তানকে তোমার বুক থেকে
লাত্থি মেরে তাড়িয়ে দিয়েছো।
তুমি তো তাই পেয়েছো, তুমি যা চেয়েছো
নিরিবিলি সংসার, যেখানে তোমাকে জ্বালাতন করার কেউ থাকবে না
তুমি জেনে রেখ
তোমার দেমাগ আর রূপ একদিন ঝলসে যাবে
যে শিশুটিকে লাত্থি মেরে  তুমি তাড়িয়ে দিয়েছ
তার জন্য তুমি একদিন অনুশোচনা করবে।
আমি তোমার সুখ গুলো দেখব বলে
আজও আছি বেচে এই পৃথিবীতে।