সকাল গড়িয়ে যখন দুপুর এলো
তখন তুমি শুনতে পেলে
আমার দেহ পৃথিবীর জমিনে ঠিকই আছে
দেহ ছেড়ে আত্মা চলে গিয়েছে ইল্লিয়্যিনে
নতুবা আমার আত্মা ঘুরে বেড়াচ্ছে আলমে বরজখে।
জানি এই শোকবার্তাটি শোনার পর তোমার কষ্ট হবে
শোকাহত হৃদয় ভিজে যাবে লোনাজলে -
বিলাপী সুরে হাউমাউ করে কাঁদতে না পারলেও নীরবে কাঁদবে।
হয়তো বছর খানেক ধরে রাখবে আমার স্মৃতি
আমিও চাইনা আজীবন ধরে রাখো
তোমার সুখের পথের কাঁটা হয়ে বিছিয়ে থাকুক পথে।
আগামীকাল দুপুরে -
তুমি বিরামহীনভাবে ফোন দিয়ে যাচ্ছো মোবাইলে
হঠাৎ কেউ একজন ফোনটা রিসিভ করে বললো
খাঁচা ভেঙে পাখি উড়ে গিয়েছে আপন গন্তব্যে।
জানি বিশ্বাস হবেনা কারণ রাতে কথা বলেছিলে!
আমিও আমার অসুস্থতা খুব দক্ষভাবে আড়াল করেছিলাম
যাতে তুমি টের না পাও --
জলে তোমার দুচোখ ছলছল না করে!
চোখের জল না -
চাঁদের ফালির মতো ঠোঁটে মৃদু হাসি দেখে -
আমি লোকান্তরিত হতে চাই।
তোমার হৃদয়ে আমার ছবিটির আড়ালে যে মুখটি লুকিয়ে থাকে
তার বুকে মাথা রেখে ঘুমিয়ে যেও!
নানা! আমার কোন অভিযোগ নেই
সাগরের কলকল ধ্বনির মতো
তোমার হাসির শব্দ যখন ইল্লিয়্যিন কিংবা আলমে বরজখ থেকে শুনতে পাবো
আমিও এখানে বসে সুখের হাসি হাসবো।