সম্মুখে দামী খাবার_সাহস নেই কারও মুখে দেবার
থালা সাজানো বিভিন্ন ফলমূলে_সম্মুখে সুপেয় পানি
ছোট-বড় এক সাথে আজানের অপেক্ষায়
সুমধুর ধ্বনি কানে এলে সকলে মিলে করবে ইফতার।


খোদার হুকুম পালনে_সারাদিন উপবাস করে
হাতের নাগালে সুস্বাদু খাবার রেখে
খেতে পারেনি বিধাতার বিধান অমান্য করে
আল্লাহ খুশিতে ফেরেশতাদের এ প্রতীক্ষার স্বাক্ষী হতে বলে।


সিয়াম সাধকের ইফতার_হীরার চেয়েও মূল্যবান
পিপাসিত হৃদয়_ইফতারে শীতল হয়
ইফতার কারীর প্রতীক্ষা_আল্লাহ করবেনা উপেক্ষা
নিজ হাতে দিবেন পুরস্কার_তাই বলিয়াছে আল কোরআন।


ও মুমিন ভাই_এই মাসে খরচের কোন হিসাব নাই
রোজদারকে ইফতার করালে_তার সমপরিমাণ পূণ্য মিলিবে
দু'হাত খুলে করো খরচ_পূর্ণ করো পূণ্যের ঝুলি
পুলসিরাত পারাপারে_কল্যাণে আসবে খরচাদি।


রোজকিয়ামতে_উপনীত হবে নেয়ামতে
কনজুসি করে হিসাব নিকাশ বাড়িয়ে
ফায়দা কি হবে আখিরাতে
রোজাদারকে ইফতার করিয়ে_পুঁজি নাও বাড়িয়ে।


সম্পত্তি হয়ে যাবে এলোমেলো
ভোগবিলাসীতায় নিমজ্জিত হবে সন্তান
যে পথে করবে খরচ_যাবে কবরে ফজিলত
হুঁশ থাকতে সঞ্চয় করো_যাবার পর হায় হায় নাহি করো।