অবাক হচ্ছি!
অন্যায়, অবিচার, নির্যাতন, নিপীড়ন, সুদ, ঘুষ, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করাই
একজন কবির বিচার নাকি করবে গ্রামের মূর্খ,
ভন্ড লেবাসধারী মাতব্বরেরা
যারা কিনা গাঁজা খেয়ে নিজেকে
প্রজাহীন রাজ্যের রাজা দাবী করে।


এরা কি করে একজন কবির বাণী গুলো বুঝবে
একজন কবির সৃষ্টি গুলো কি করে হৃদয়ে ধারন করবে
এদের হৃদয়ে তো নিকোটিনের স্তর
পাথরের মতো শক্ত আর কঠিন হয়ে গিয়েছে।


কবি-রা ভাবুক হয়, প্রেমিক হয়, প্রতিবাদী হয়,
হয় বাস্তব মুখী, সত্যের উপাসক।
কবির কলম কেড়ে নিয়ে সৃষ্টি জ্বালিয়ে দিতে পারে
কিন্তু সত্য বিলীন করতে পারে না
এ অবিনশ্বর সত্য মেঘাচ্ছন্ন আকাশের সূর্যের মতো আরো দীপ্তি নিয়ে প্রকাশ পায়।


এই নষ্ট মানবেরা সমাজ থেকে মন্ত্রণালয় পর্যন্ত
সভা, সেমিনারের মঞ্চে দেয় নীতির ভাষন
হৃদয় করে দূর্ণীতি পোষণ।  


একজন কবির হৃদয় তোদের হৃদয়ের মতো নোংরা এবং কলুষিত নয়
আকাশের মতো বিশাল আর মৃত্তিকার মতো উদার
কবিদের হৃদয়ে হাসনাহেনা দোল খায়
নানান পাখি গান গায়।


আল জুবাইল
সৌদি আরব