তোমার বিরহে কাঁন্দে মোর হিয়া
তুমি ফিরে এসো ওগো মোর প্রিয়া।
হৃদয়ের রক্ত দিয়ে আলতা লাগাবো তব পায়
বুকের অলিন্দে তকলিফ হাবুডুবু খায়।
দ্যাখেও কেউ দ্যাখেনা মোর মর্মযন্ত্রণা
ব্যথিত হৃদয়ের ব্যথা সারাবার দাও তুমি মন্ত্রণা।
সুখের সন্ধানে দুখের সমুদ্র দিয়েছি পাড়ি --
ফিরে এসো প্রিয়তমা গায়ে জড়িয়ে নীল শাড়ী।
হেমন্তের ফসলের শূন্য মাঠে --
দাঁড়িয়ে থাকবো বোতাম খোলা শার্টে
তরী বাঁধা রইবে হৃদয়ের ঘাটে --
ফিরে এসো তুমি তাঁরা ভরা রাতে তব আপন ঠাটে।
তুমি আমার ব্যথাতুর হৃদয়ে ভাঙা বাঁশরীর সুর --
ফিরে এসে উদয় করো এক নতুন ভোর।
তোমার তরে শব্দ সাজাই, নব-নব সুর বাঁধাই
ফিরে এসো কৃষ্ণের বুকে হ'য়ে তুমি রাধাই।
তোমার বিরহে কাঁন্দে মোর হিয়া
তুমি ফিরে এসো ওগো মোর প্রিয়া।
কতো কবিতা লিখেছি, কতো গান বেঁধেছি
কতো কবিতায় ডেকেছি, কতোবার সেধেছি।
কতো মালা গেঁথেছি, কতোবার শূন্য ঝুলি পেতেছি
হৃদয়ের আঙিনায় মেতেছি, নিরালায় কেঁদেছি।