মা গেলো, ভাই গেলো, গেলো প্রিয় স্যার
আসার ক্ষেত্রে নিয়ম মানে
যাবার ক্ষেত্রে ধারেনা নিয়মের ধার।


একের পর এক সবাই যাবে
রইবে পড়ে স্মৃতি,ভালো কাজ করলো যিনি
হৃদয়ে থাকবে হ'য়ে মধ্য মণি।


বৃদ্ধের আগে জওয়ান যাবে,জওয়ানের আগে শিশু
অনন্ত পথের যাত্রী হলে, সঙ্গে নিতে হবে কিছু।


নিয়ম মেনে এসেছিলো ভাইয়ের পরে বোন
সবার মাঝে বইছে একই পিতার খুন --
পিতার আগে পুত্র গেলো, মায়ের আগে ঝি।


নিয়ম মেনে এসেছি এই ভবে
একদিন চলে যাবো নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে
আসার ক্ষেত্রে নিয়ম,কেবল যাবার ক্ষেত্রে অনিয়ম।