শোন গিন্নী
আজ থেকে আমরা খাবো পাউরুটি আর শিরনী।
ভাজাপোড়া চলবে না,গোমাংস রান্না আর হবেনা
পান্তা আর কাঁচা মরিচ, সকাল সন্ধ্যা আমায় দিস।


শোন গিন্নী
ভাত যদি করো রান্না, রান্না করিও হাঁটুজলে ডাল
শুকনো লঙ্কায় আলুভর্তা তাতে দিও একটু ঝাল।
পন করেছি মনে, এবার যুদ্ধ হবে তেলের সনে
খাবো শুটকি আর লঙ্কা বাটা, তেলের মুখে পড়বে ঝাঁটা।


শোন গিন্নী
যখন দিবে আটার পিঠা সাথে দিও গুড়ের ছিটা
তেলের লাগি বেচতে হবেনা আর বাপের ভিটা।
কেনো এতো হৈচৈ, চারিদিকে রৈরৈ
তেল ছাড়া-ও তো অনেক কিছু রান্না হয়।


শোন গিন্নী
একদিন দিবে চিতই পিঠা একদিন দিবে ভাপা
আমার মতো গরীবের দুঃখ আজীবন থেকে যাবে চাপা।
পেটের ক্ষুধা করতে দূর চিড়া-মুড়ির সাথে দিও গুড়
নরম হাতের মেরা পিঠা দূর করবে ক্ষুধার পীড়া।


শোন গিন্নী
ঢেঁরসের ভর্তা খেলে যাবেনা জাত
গরীবের আবার কিসের জাতপাত
ঢেঁরসের ভর্তায় গদগদ করে যাবে মোটা ভাত।
পাকা টমাটো মাটির তাওয়ায় টাইল্লা
শুকনো লঙ্কা আগুনে পুইড়া
চাটনি বানিয়ে দিবে সোনার হাতে ঠইল্লা।


শোন গিন্নী
আরে রাখ তোমার শোন শোন
দিনমজুর না হয়ে হতে যদি নেতা
আজকে দেখতে হতোনা এমন দুর্দিন
পাতি নেতাদের ঢালা তেলে হয়ে যেতো সুদিন।