হাঁটি হাঁটি পায়ে গেলো বৈশাখ
কড়া নাড়লো জৈষ্ঠ্য, প্রকৃতি ছাড়লো ভাব রুষ্ট।
হলদে পাখি বললো এসে, ও ভাই আম-
তুমি আমি গেলাম মিশে, সবুজ পাতার নির্যাসে।


ও ভাই কাঠবিড়ালি, জৈষ্ঠ্যের কাঁঠাল একাই খাবি
চিঁড়া ভিজিয়েছি জলে, কাঁঠাল না দিলে তোর কান দেবো ঢলে।
বাদুড় মশাই খাচ্ছে লিচু, নিলাম আমি তোর পিছু
এক ঢিল মারবো তোর গা, ভেঙে যাবে পা।


ও-মা, কাঁঠাল খেয়ে মেটেনি তোর সাধ
দিলি আনারসে হাত, এক পিটুনিতে করবো তোকে কাঁত।
বুলবুলি-রে ভাই, একটা কালো জাম চাই
এত্তো বড় গাছে আমার উঠার সাধ্য নাই।


হোনাল (সোনালু) গাছে হলদে পাখির ডাকাডাকি
ভাটির দেশ থেকে ইষ্টিকুটুম আসবে বুঝি বাড়ি।
আম কাঁঠাল খেয়ে সঙ্গে নিবে কাঁঠাল টেম্পু ভরে
কাঠবিড়ালি ভাই,সব কাঁঠাল খাস-নে তুই কুটুমের তরে চাই।


যমকুলি ডাকছে বসে আমডালে,
মা ব'লে যাসনে বাইরে ভরদুপুরে।
ওঁত পেতে রয়েছে বিপদ
ডাকছে ডালে মরার আপদ।


১৯/০৫/২০২২ সৌদি আরব