ও মন আমার! কিসের চিন্তায় মগ্ন তুমি?
আছো কোন না পাওয়ার বিষন্নতায়
কি পেয়েছো আর কি হারিয়েছো
ডুবিয়ে রেখেছো নিজেকে সেই ভাবনায়।


"লা ইলাহা ইল্লাহ " বলে জিকির করো মন
যতই করিবে জিকির, ততই ঠুনকে নিবে মুক্তির ফিকির
হেলায় খেলায় মজিয়া, রয়েছো কি সাজিয়া
মুক্তির পথ লও খুঁজিয়া ও মন আমার।


সব জিকিরের শ্রেষ্ঠ জিকির 'লা ইলাহা ইল্লাহ'
পাগলপারা হয়ে করো জিকির, মুক্তি হবে নিশানা
আগুনের লেলিহান শিখা হয়ে যাবে আরামের বিছানা
শেষ বিচারে দয়া করিবেন দয়াল রাব্বানা।


পাহাড় পর্বত, তরুলতা করে জিকির 'লা ইলাহা ইল্লাহ' বলে
ও মন আমার তুমি কেন চুপটি মেরে রয়েছো বসে
ধরো জিকির 'লা ইলাহা ইল্লাহ'
পৌঁছে দিবে ফেরেশতা আরশ ছেদিয়া।


ধূসর মরীচিকার আস্তরণে ঢাকা মোর ক্বাল্ব
একমাত্র 'লা ইলাহা ইল্লাহ' - ই পারে সফেদ করতে এ ক্বাল্ব
মনে মনে করো জিকির ও মন আমার
সঞ্চয় করো পথের পাথেয়।


যখন বুজিবে চোখ তখন বুঝিবে কিসে ছিলো সুখ
সকাল-সন্ধ্যা এদিক ওদিক ছুটিয়া
পার করে দিলে জীবনের ভেলা
বেলা শেষে দ্যাখো তুমি একলা একেলা ও মন আমার।


যা করে যাবে তাই পথের পাথেয় হবে
জপ-রে মন আমার 'লা ইলাহা ইল্লাহ'
চন্দ্র সূর্য করে জিকির, তুমি কর কিসের ফিকির
করো জিকির ও মন আমার 'লা ইলাহা ইল্লাহ'