তুমি আমার জীবনে নেই ব'লে ভেবোনা
আমি তোমাকে এবং তোমার স্মৃতি গুলোকে ভুলে গিয়েছি
তোমার স্মৃতিগুলো আজ-ও কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে আমার হৃদয়, অস্থিমজ্জা
বুকের বারান্দায় বসে থাকে করে সাজসজ্জা।
তোমাকে ভুলতে গিয়ে যতই ছাইপাঁশ খেয়েছি -
দিনের পর দিন, রাতের পর রাত --
এমনকি বছরের পর বছর --
মাতাল অবস্থায় কাটিয়েছি বিনিদ্র রজনী।
আমি তোমাকে ভুলতে পারিনি
খুউপ যতন করে রেখেছি মণিকোঠায় --
ধুসর পান্ডুলিপির মতো ধুসর হয়নি স্মৃতি
ভোরের শিশিরের মতো চিকচিক করে
শঙ্খচিলের মতো যায়নি উড়ে --
তব স্মৃতি মোর ভিতর খায় কুড়ে।
আমি অন্য সব প্রেমিকের মতো
সবকিছু ভুলে অন্য কাউকে পাশে দাড় করিয়ে
জোছনা ভরা রাত, সমুদ্র সফেন, হেমন্তের মাঠ দেখিনি।