প্রতিদিনের ন্যায় আজও অপেক্ষার প্রহর গুনছি
তিমির ঘন সিয়া রাত, হাতে গুনা কয়েকটি তারা জ্বলছে আকাশে
ঝিরিঝিরি বাতাস, হালকা কুয়াশায় ভেজা দূর্বাঘাস গুলো
ঘরের কোনে মূর্তির ন্যায় দাড়িয়ে থাকা বিদ্যুতের খুটির মতো
আমিও দাড়িয়ে রক্তকণিকায় মশার উদর পূর্ণ করে তোমার ফোনের প্রতীক্ষা করছি।
ভালোবাসার পাগলেরা বুঝি এমনই হয়?
তোয়াক্কা করে না রোদ-বৃষ্টি, ধার ধারে না হিমশীতল কুয়াশা
এক পায়ে দাড়িয়ে প্রেয়সীর প্রতীক্ষা করে ঘন্টার পর ঘন্টা
আমিও তাই করেছিলাম অন্য সব প্রেমিকদের মতো।
সময় পেরিয়ে রাত গভীর থেকে গভীর হলো
কুয়াশায় ভিজে গেলো গায়ের টিশার্ট
অপেক্ষার প্রহর শেষ হলো, তোমার ফোন নাহি এলো
এসএমএসও করে ছিলাম তোমায়
দেখেও না দেখার ভান করে নীরবে এড়িয়ে গেলে।
হয়তো অনেক বিরক্ত করে ছিলাম তোমায়
যার কারনে আর শুনতে চাওনা নষ্ট মানুষের ভ্রষ্ট কণ্ঠস্বর
যেমনটি চাও তেমনটি হবে, হতেই হবে
সুখে থেক প্রিয়া এই সুন্দর ভবে।
আমি নাহয় হারিয়ে গেলাম, ঝরে গেলাম
লুকিয়ে গেলাম লোকান্তরে
আমার অপরাধের দায় চাপিয়ে দিয়ো না'ক
অন্য সব প্রেমিকদের ঘাড়ে।
আমি তো তোমার প্রেমিক হবার যোগ্য ছিলাম না
আমি তো ক্ষুদ্র এক বালি কণিকার মতো
যেমনটি তোমার পদতলে আটকে থাকা ধুলো।
শীতল হাওয়া কয়েকবার আমার গ্রীবায় চেপে ধরেছিল
কিচ্ছু করতে পারেনি, নতজানু করাতে পারেনি আমায়
কি করে পারবে বলো?
প্রেমিকেরা তো অপ্রতিরোধ্য, পরোয়া করে না মৃত্যুর।