স্নিগ্ধ ভোরে ঘুম থেকে উঠে
ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়ে
পানা চাই খোদার কাছে শয়তানের অনিষ্ট থেকে।


কঠিন বিপদে যেনো নাহি হারাই ধৈর্য্য!
মেনে যেনো চলতে পারি ধর্ম --
সহজ করে দেন যেনো সকল কর্ম।


দিন শেষে আসে রাত
এশার নামাজের পর আবার তুলি দুইহাত
শয়তান যেনো ফেলতে না পারে তার কুপ্রভাব।


মৃত্যুর ফরমান যেনো আসে,যখন হৃদয় জিকিরে ভাসে
এমন মৃত্যু দিও আমায়, সকল সৃষ্টি যেনো হাসে --
আত্মা যেনো স্থান পায় রাসুল প্রেমীদের পাশে।


দাম্ভিকতা যদি বাঁধে কখনো বাসা
দুমড়েমুচড়ে যেনো করে দেয় তার সর্বনাশা
খেলতে যেনো না পারে আমায় নিয়ে পাশা।


ছোট-বড় আছে যতো পাপ
ক্ষমা করে যেনো বানায় শিশুর মতো নিষ্পাপ
কপালে যেনো ভেসে থাকে জান্নাতের ছাপ।