ভগবানের উপর সব ছেড়ে দিয়ে কিচ্ছু জানোনা তুম
এই জীবনে ফিরে আর পাবো না তোমার ওম
আর যেনো কখনো না ভাঙে আমার এই বেদনার ঘুম।
যমদূত যদি আসে আজ রাতে, আর্জি জানাবো নিতে সাথে
বিশ্ব দেখুক নিথর দেহ রাঙা প্রভাতে।
আর গুনতে চাইনা বেদনার প্রহর
আমার প্রস্থানে নেমে আসুক সুখের নহর!
ফুটুক তোমার বাগানে জুঁই,কামিনী,রক্তজবা,রঙ্গন
আসুক মৃত্যু হেঁসে-খেলে করবো আলিঙ্গন।
শপথ নিয়েছিলাম যাদের জীবন গড়তে
ভেঙেছি শপথ, প্রস্তুতি নিয়েছি মরতে।
দেখি যখন কথার ধরন,মনে হয় আমিই বিরক্তির কারণ
দাও হে ঈশ্বর, প্রার্থনা করি আমার মরণ।
দশদিনেও আমি পড়িনি তাদের মনে --
ব্যথার আগুন লেগেছে হৃদয়ের বনে!
আনন্দে মেতে হেঁসে-খেলে কাটাচ্ছে দিন
আমার প্রস্থানে চোখ হারাবে না তাদের নিন্দ্।
লুকোচুরি খেলবো না ফাঁকে, আসুক মৃত্যু ঝাঁকে
ফিরে পাক তাঁকে, যে হারিয়েছে যাকে।
হে ঈশ্বর, নিতে যদি অস্বীকার করো এ প্রাণ
নিজে খঞ্জর চালিয়ে করে দেবো দান
এক প্রাণের সমাপ্তিতে হোক লক্ষ প্রাণের উত্থান
টের পাবেনা কাকপক্ষীও আমার এ প্রস্থান।
আজকের রাত যেনো হয় সুদীর্ঘ, অমাবস্যার মতো ঘোর আঁধার
ঘুমের ঘোরে যেনো হয় ফরমান, মাটির ঘরে ঘর বাঁধার।