আমাদের ভালোবাসা কি সত্যি ছিলো
আমি তো কখনো তোমাকে সিনেমা হলে নিয়ে গিয়ে
পাশাপাশি বসিয়ে সিনেমা দেখাইনি
গোধূলি লগ্নে  রাস্তার পাশে ভীড় লেগে থাকা ফোসকার দোকানে নিয়ে গিয়ে বলিনি
জান আজ দুজনে মুখোমুখি বসে ফোসকা খাবো
নিজ হাতে খুব যত্ন করে খায়ে দিবো তোমায়।
কখনো তো নিয়ে যাইনি আখাউড়া কিংবা ব্রাহ্মণবাড়িয়ার নামীদামী রেস্টুরেন্টে
মাঝেমধ্যে যখন দেখা করতে স্টেশনের অদূরে ঢাকা হোটেলে তোমাকে নিয়ে মোগলাই খেতাম।
আমি তো কখনো তোমাকে কোন পার্কে, উদ্যানে, সমুদ্র সৈকতে নিয়ে যাইনি
নিয়ে যাইনি রমনার বটমূলে চুপিসারে বসে থাকা অন্যসব প্রেমিক যুগলবন্দীদের ভিড়ে।
আজকের প্রেমে যা হয় আমাদের প্রেমে তো তেমনটি হয়নি
আমাদের প্রেম হয়তো সত্যি ছিলোনা।