ছোট্ট রেখে এসেছিলাম প্রবাসে
স্বপ্নগুলো সাজাতে বাস্তবে।
তোমার আহারে মিটে মোর ক্ষুধা
তুমি নও কভু মোর বোঝা।
বাঁচার আশে তোমার মাঝে নিয়েছি খুঁজে
শপথ নিয়েছি মরব না আর কভু ধুঁকে ধুঁকে।
তোমার খুশিতে যে মুখ করে আঁধার
সব সম্পর্ক করে দিব চুরমার।
তুমি হাসলে চাঁদ হাসে, কাঁদলে ঝরে বৃষ্টি
তুমি আমার দু'নয়নের প্রখর দৃষ্টি।
তোমার সাথে কথা না হলে কাটে না মোর দিন
রাত ভোর হয়ে যায় আসে না কভু নিন্দ।
যন্ত্রণা গুলো বুকের গহীনে লুকিয়ে রেখে
কাজ করে যাচ্ছি তোমার মুখের দিকে তাকিয়ে।
যে ব্যথা সয়ে পাড়ি দিয়েছি বহুদূর
তারচেয়ে বড় ব্যথা আসবে না কভু হলে ভোর।
তুমি আমার ব্যথার ঔষধ, ঘুম পাড়ানি গান
তোমার মুখের দীপ্ত হাসি জাগায় দেহে প্রাণ।
মরুর বালুয় চাপা দিয়ে মোর দুখ
খুঁজে বেড়াচ্ছি আমি তোমার সুখ।
তুমি চিত্তের গহীনে লুকিয়ে থাকা হৃৎপিণ্ড
ক্লান্তিহীন কাজ করে যাবার মেরুদণ্ড।