কোটি মানুষের হৃদয় নাড়িয়ে
কোটি কোটি নারী পুরুষ কাঁদিয়ে
গেলেন আপনি চিরদিনের মতো হারিয়ে।
হেসেছিলেন আপনি, কেঁদেছিলো জনতা
কণ্ঠে ছিলো আপনার সত্য সুন্দর মানবতা।
জালিম এঁটে চিকন ফন্দি
যুগের পর যুগ হাজতে রেখেছিলো বন্দী
মুক্তি পেতে মিথ্যের সাথে তবুও করেননি সন্ধি।
ভূকম্প কাঁপিয়েছে জমি
আপনার বিদায়ে কেঁপেছে হৃদয় ভূমি!
মুসলিমের পবিত্র ঘর কা'বার ভিতর প্রবেশকারী
আপনিই একমাত্র বাঙালী আর আমরা ভাঙারি।
কোরান ছিলো আপনার জীবন বিধান
বিশ্ব দেখেছে হাসিমুখে আপনার অন্তিম নিদান।
যতোবার উঠেছিলেন নাটকীয় এজলাসে
মুখে হাসি, কোরান ছিলো বুকে!
দোয়া মাঙ্গি,দোয়া মাঙ্গি পরপারে থাকেন যেনো সুখে।
যারাই গেয়েছে সত্য সুন্দর কোরানের গান
অন্ধকার হাজত তাদের হয়েছে স্থান।
বিশ্ববরেণ্য আলেম, বন্দী করে জালেম
বিশ্বাসীদের ঈমান করতে বানচাল, দাবার গুটির মতো চালে চাল।
বাংলার পীর,বুজুর্গ তাহাজ্জুদ গুজারি, মন্দিরের পূজারী
বিদীর্ণ করেনা তাদের হৃদয় মজলুমের আহাজারি।
বেঈমান,কাফের,মুশরিকের কাছে আপনি নিন্দিত
বিশ্বাসী, ঈমানদার, রাসুল প্রেমীদের কাছে নন্দিত।
লাখো মানুষের জনস্রোত করে প্রমাণ
বাংলার বুকে মোফাচ্ছির নেই আপনার সমান।
চিৎকার করে বলে পদ্মা মেঘনা যমুনার বহতা স্রোত
শেষ বিচারের দিন প্রামাণ হবে আপনি নিখুঁত।
বাংলার ঘরে, সীমার ইয়াজিদ আছে ভরে
সত্যবাদীরা মুখ খোলেনা তাদের ডরে।
আমি আপনাকে নিয়ে লিখবো হাজার হাজার কবিতা
সব কবিতা একদিন জেগে উঠবে হয়ে সবিতা।
তাতে যদিও আমার ফাঁসি হয়,হৃদয়ে রাখবো না ভয়
ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে জালিমের চোখে চোখ রেখে বলবো
"আমি কোরান এবং কোরানের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদিকে ভালোবাসি"।